ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অপরাধ দমনে তালিকা ধরে গ্রেপ্তারে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৯ বার পঠিত

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, হামলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে ২১টি। নগরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাতপাড়ায়ও মানুষ ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে। এই অবস্থায় অপরাধ দমনে কঠোর অবস্থানে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের তালিকা ধরে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে র‍্যাবের অভিযান চলছে। পাশাপাশি সেনাবাহিনীও অভিযান চালাচ্ছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে তালিকা ধরে গ্রেপ্তার অভিযান চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের ধরতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানী জুড়ে বিভিন্ন এলাকা ভাগ করে তালিকা ধরে অভিযান পরিচালনা করছে পুলিশ। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও জোর করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, যখনই কোনো অপরাধ দেখবেন ৯৯৯ ও লোকাল থানাকে জানাবেন। যে কোনো পরিচয় দিয়ে কেউ এলে কিংবা সন্দেহ হলে স্থানীয় থানা কিংবা ৯৯৯ এ জানানোর পরামর্শ দেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। ডিবির কাছে সব অপরাধীর তালিকা রয়েছে। ইতিমধ্যে কয়েক শ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কখনো তার নিকটাত্মীয়, কখনো বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানা রকম হুমকিধমকির অভিযোগ ওঠার পর সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে যেসব অপরাধ :রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গত ১০ অক্টোবর রাতে ছিনতাইকারীরা রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বুকে, পিঠে ও হাতে ছুরিকাঘাতে হত্যা করে। ১৮ অক্টোবর দিনদুপুরে ডাকাতি হয় ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাসায়। ৯-১০ জন ডাকাত উত্তরার ঐ বাসায় ঢুকে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মোহাম্মদপুর ও উত্তরার এই দুটি ঘটনা রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া হয়ে ওঠার দুটি উদাহরণ। এতে নগরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন ধরে রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রায়ই ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। তারা বাড়ির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। পুলিশ এই বিষয়ে আরো তদন্ত করছে বলে জানান এসআই মাসুদ।

ট্যাগস :

অপরাধ দমনে তালিকা ধরে গ্রেপ্তারে অভিযান শুরু

আপডেট সময় : ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, হামলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে ২১টি। নগরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাতপাড়ায়ও মানুষ ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে। এই অবস্থায় অপরাধ দমনে কঠোর অবস্থানে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের তালিকা ধরে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে র‍্যাবের অভিযান চলছে। পাশাপাশি সেনাবাহিনীও অভিযান চালাচ্ছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে তালিকা ধরে গ্রেপ্তার অভিযান চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের ধরতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানী জুড়ে বিভিন্ন এলাকা ভাগ করে তালিকা ধরে অভিযান পরিচালনা করছে পুলিশ। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও জোর করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, যখনই কোনো অপরাধ দেখবেন ৯৯৯ ও লোকাল থানাকে জানাবেন। যে কোনো পরিচয় দিয়ে কেউ এলে কিংবা সন্দেহ হলে স্থানীয় থানা কিংবা ৯৯৯ এ জানানোর পরামর্শ দেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। ডিবির কাছে সব অপরাধীর তালিকা রয়েছে। ইতিমধ্যে কয়েক শ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কখনো তার নিকটাত্মীয়, কখনো বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানা রকম হুমকিধমকির অভিযোগ ওঠার পর সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে যেসব অপরাধ :রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গত ১০ অক্টোবর রাতে ছিনতাইকারীরা রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বুকে, পিঠে ও হাতে ছুরিকাঘাতে হত্যা করে। ১৮ অক্টোবর দিনদুপুরে ডাকাতি হয় ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাসায়। ৯-১০ জন ডাকাত উত্তরার ঐ বাসায় ঢুকে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মোহাম্মদপুর ও উত্তরার এই দুটি ঘটনা রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া হয়ে ওঠার দুটি উদাহরণ। এতে নগরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন ধরে রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রায়ই ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। তারা বাড়ির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। পুলিশ এই বিষয়ে আরো তদন্ত করছে বলে জানান এসআই মাসুদ।