ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে : জামায়াত আমির   

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার যদি দফায় দফায় আমাকে জেলে না দিত তাহলে জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে দেখা সম্ভব হতো না। মিথ্যুকরা বলে আয়নাঘর বলে কিছু ছিল না, কিন্তু আয়নাঘর তো স্বচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গা এবং আয়নাঘর একই বিল্ডিংয়ে ছিল। আয়নাঘরের লোকগুলোকে মাঝেমধ্যে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখতো।

ওরা অসহায়ের মতো তাকিয়ে থাকতো। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে ওদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে জেলে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে।

ট্যাগস :

অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে : জামায়াত আমির   

আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার যদি দফায় দফায় আমাকে জেলে না দিত তাহলে জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে দেখা সম্ভব হতো না। মিথ্যুকরা বলে আয়নাঘর বলে কিছু ছিল না, কিন্তু আয়নাঘর তো স্বচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গা এবং আয়নাঘর একই বিল্ডিংয়ে ছিল। আয়নাঘরের লোকগুলোকে মাঝেমধ্যে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখতো।

ওরা অসহায়ের মতো তাকিয়ে থাকতো। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে ওদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে জেলে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে।