সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

আগামী ২ দিনে বৃষ্টি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক / ৩০
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ

দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগের দিনের তুলনায় গতকাল রবিবার কিছুটা কমেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সোমবারও বৃষ্টিপাতের প্রবণতা গতকালের মতোই থাকতে পারে। সারা দিনের তাপমাত্রাও থাকতে পারে অপরিবর্তিত। তবে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD