সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

আজও বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

শরিফুল ইসলাম (প্রিন্স) / ১৫৭
আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ

 

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD