সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ৯৪
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৩:৩৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের তালেবান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ করেছে। গত মঙ্গলবারের ওই ভূমিকম্পে কমপক্ষে এক হাজার লোক নিহত ও আরো ১,৫০০ জন আহত হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার জন্য এক বিলিয়ন আফস বরাদ্দ করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম বলেন, যেসব পরিবারে কেউ নিহত হয়েছে, তাদের জন্য এক লাখ আফস করে এবং আহত পরিবারগুলোকে ৫০ হাজার আফস করে দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

তিনি ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকটি দল কাজ করতে শুরু করেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোশত ও পাকতিয়া প্রদেশে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD