আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, নিহত ২৯

- আপডেট সময় : ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৬ বার পঠিত
আফগানিস্তানের দুটি প্রদেশে শিলাসহ ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ভয়াবহ শিলাবৃষ্টির কারণে ২১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ছয়জন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার জানান, নিহতরা দুটি পরিবারের সদস্য এবং তারা পিকনিকে গিয়েছিলেন।
এদিকে, দক্ষিণ কান্দাহারে ভারী বৃষ্টিপাতের কারণে আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়— চারজন নারী কাপড় ধোয়ার সময় আকস্মিক বন্যার পানিতে ভেসে যান। একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন প্রাণ হারান।
বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করেছিলেন যে— ‘খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাস দেশটির জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে।’
২০২৪ সালের মে মাসে আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হন। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, ব্যাপক ক্ষতি হয় অবকাঠামোরও।