সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর পিএস খাইরুলের ফিরিস্তি, হত্যা মামলা
- আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১২১৩ বার পঠিত
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান (মন্ত্রী পদমর্যাদার ) ও বরিশাল ১ গৌরনদী আগৈলঝাড়া আসনের সাবেক সাংসদ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি,আ:লীগের কেন্দ্রিয় সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর পিএস খাইরুল বাসারের নামে রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
পল্টন থানার হত্যা মামলাটিতে প্রায় হাজার খানেক আসামী রয়েছে।
সংসদের একটি বিশ্বস্ত সুত্র জানায়, খাইরুল বাসার ছিলেন একটি কম্পিউটার দোকানের টাইপিস্ট । সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ চীপ হুইপ থাকাকালীন তার ব্যক্তিগত টাইপ করানোর জন্য তাকে আনা হয়েছিল । সেই থেকে যত কাজ সে (খাইরুল ) করতো। এরপর সংসদ থেকে এটা সেটা ভাবীক (হাসানাত আব্দুল্লাহর সরত্রী শাহান আরা বেগম)
দিয়ে ও তার মন জুগিয়ে চাকুরী তৃতীয় শ্রেনী হিসাবে স্থায়ী নিয়োগ নেন । খাইরুলের নিয়োগ ছিল ৩য় শ্রেনীর একজন কর্মচারী হিসাবে। পরবর্তীতে ২য় শ্রেনীতে পদন্নতীপ্রাপ্ত হন। পরের বার ১ম শ্রেনীর কার্ড করান।
সংসদের কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন. তিনি কি করে ১ম শ্রেনীর পদ মর্যাদা ব্যবহার করেন? এবং সংসদের সরকারি বাসাও নিয়েছেন জয়েন সেক্রেটারির পদ মর্যাদার?
আবুল হাসানাত আব্দুল্লাহর পিএস এই পাওয়ার হিসাবে সংসদের ১ম শ্রনীর কার্ড নিয়েছিলেন অনৈতিকভাবে। পাওয়ার দেখাতেন জয়েন সেক্রেটারির ! এ নিয়ে সংসদ ভবন ও তার বিরুদ্ধে কর্মস্থলে কানাঘুষা চললেও তিনি তা পাত্বা দিতেন না !
আবুল হাসানাত আব্দুল্লা ক্ষমতায় আসে খায়রুল বাশার তখন সংসদের বাহিরে কম্পিউটার দোকানে কাজ করতো। কম্পিউটারে কাজ করে এমন লোক খোজায় তার এক বন্ধু খোজ দেয়। সে সুবাদে খায়রুল সংসদে আসে। তার পর আবুল হাসানাত আব্দুল্লা হাত ধরে স্টোনো টাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরী হয়। স্টোনো টাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর চাকুরী পদ হলো ৩য় শ্রেণী থাকাকালীন সময় সে কিভাবে একজন সংসদ সদস্যর (আবুল হাসানাত আব্দুল্লার) একান্ত সচিব (পিএস) ১ম শ্রেণী পদ মর্যাদার হয় ?
সুত্রটি নিশ্চিৎ করে জানায়, হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব (পিএস) থাকা কালী সময় নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। সে গৌরনদীর একজনকেও চাকুরী দেয়নি। সে বরিশালে উপজেলা এবং পৌরসভা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বর নমিনেশন বানিজ্য করে কোটি কোটি টাকা নিয়েছে।
সে ইন্ডিয়া কানাডায় বাড়ী কিনেছে।
সংসদ সচিবালয়ে বরিশালের কর্মকর্তা /কমচারীরা যারা চাকুরী করেন, তারা কোন কাজে আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে দেখা করতে চাইলে তাদের দেখা করতে দিতেন না একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার। তার দাপোটে তার আপন ভাই এবং দূর সম্পর্কের সংসদ সচিবালয়ের কমকতা/কমচারী কাপতো।
আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার প্রমোশন পেয়ে দ্বিতীয় শ্রেণিতে উন্নিত হন সে দাপোট দেখিয়ে জয়েন্ট সেক্রেটারি বাসা নিয়ে থাকেন।
সে নামে বে নামে জমি কিনেছেন। আপন ভাইর নামে ভাবীর নামে টাকা রেখেছে ব্যাংকে এবং জমি ফ্ল্যাট রেখেছেন ।তার দেশে অনেক জায়গা জমি এবং ঢাকায় ৪/৫ ফ্লট এবং ফ্ল্যাট আছে।
সুত্র আরও জানায়: ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে তাকে ১ম শ্রেনী থেকে নামিয়ে ২য় শ্রেণী নামিয়ে দেয়া হয়েছে। তার এই ক্ষমতার জন্য সংসদের অনেক কমকতা/কমচারী প্রমোশন থেকে বঞ্চিত হয়েছে
এসব বিষয়ে পিএস খাইরুল বাসারের মুঠো ফোনে কল দেয়া হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। তিনি অভিযোগের বিষয়ে বক্তব্য দিলে তা প্রকাশ করা হবে।