ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

ইমরানের মুক্তি নিয়ে ‘আলোচনার দরজা’ কি খুলছে?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৫২ বার পঠিত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেওয়া আলোচিত ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ‘বিবেচনার যোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আজ শাহজেব খানজাদা কে সাথ-এ উপস্থিত হয়ে খাজা আসিফ বলেন, ‘আলিমার প্রস্তাবটি একটি দুর্বল প্রচেষ্টা হলেও, সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা যেতে পারে।’

তবে এর সঙ্গে সঙ্গেই তিনি পিটিআই কর্মীদের—বিশেষ করে দেশের বাইরে অবস্থানরতদের—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অশালীন’ ভাষা ও আক্রমণাত্মক প্রচারণার কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ‘এই সব ক্যাম্পেইনের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ও মদদ রয়েছে।’

খাজা আসিফ আরও বলেন, সাবেক শাসকদলের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান এলেও, দলটির বক্তব্য ও অবস্থান এখনো অস্পষ্ট।  আসলেই কি তারা সংলাপ চায়, নাকি নিজেদের স্বার্থ রক্ষার জন্য শুধু ‘ডিল’ খুঁজছে?

গোটা পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

আলিমার প্রকাশ্য প্রস্তাব: অদৃশ্য শক্তির কাছে সরাসরি আহ্বান

এদিকে, পাকিস্তানে মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান মুখোমুখি হয়ে আর্জি জানান—‘আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন, গোপনে নয়—সামনে এসে বলুন, আমাদের ভাই আপনাদের কী ভুল করেছেন?’

তিনি দাবি করেন, ইমরানের মামলাগুলোতে বিচারকদের উপর ‘চাপ’ রয়েছে, পিটিশনগুলো হঠাৎ করেই লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, এবং বিচার প্রক্রিয়া অদৃশ্য নির্দেশনা’র মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে।

আলিমা আরও বলেন, ‘আমার ভাই যদি সারাজীবন জেলেই থাকেন, তবুও তিনি অত্যাচারের কাছে মাথা নত করবেন না।  তিনি বলেছেন, আমি আজীবন কারাবন্দি থাকলেও অন্যায়ের কাছে নত হব না।’

তার কথায়, পিটিআই বর্তমানে শক্ত অবস্থানে না থাকলেও, আলোচনার টেবিলে বসে একটি ‘পারস্পরিক বোঝাপড়ার’ পথ খোলা রাখতে চায়।

রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

আলিমার এই ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা ও সিনেটর ইরফান সিদ্দিকি প্রশ্ন ছুড়েছেন, ‘গিভ অ্যান্ড টেক যদি কোনো ডিল না হয়, তাহলে সেটা আসলে কী?’

তিনি কটাক্ষ করে বলেন, ‘আলিমা যা নিতে চাইছেন তা ঠিক আছে, কিন্তু পিটিআই এখন কী দিতে পারবে—সেটা কি কেউ জানে?’

প্রেক্ষাপট

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।

তার দীর্ঘ কারাবাস এবং রাজনীতিতে সেনা ও বিচার বিভাগের ‘অদৃশ্য’ হস্তক্ষেপ নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের গণতন্ত্রপন্থী শিবিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আলিমা খানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের প্রতিক্রিয়া নতুন অধ্যায়ের সূচনা করছে, যার সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে এখনো অনিশ্চিত।

ট্যাগস :

ইমরানের মুক্তি নিয়ে ‘আলোচনার দরজা’ কি খুলছে?

আপডেট সময় : ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেওয়া আলোচিত ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ‘বিবেচনার যোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আজ শাহজেব খানজাদা কে সাথ-এ উপস্থিত হয়ে খাজা আসিফ বলেন, ‘আলিমার প্রস্তাবটি একটি দুর্বল প্রচেষ্টা হলেও, সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা যেতে পারে।’

তবে এর সঙ্গে সঙ্গেই তিনি পিটিআই কর্মীদের—বিশেষ করে দেশের বাইরে অবস্থানরতদের—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অশালীন’ ভাষা ও আক্রমণাত্মক প্রচারণার কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ‘এই সব ক্যাম্পেইনের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ও মদদ রয়েছে।’

খাজা আসিফ আরও বলেন, সাবেক শাসকদলের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান এলেও, দলটির বক্তব্য ও অবস্থান এখনো অস্পষ্ট।  আসলেই কি তারা সংলাপ চায়, নাকি নিজেদের স্বার্থ রক্ষার জন্য শুধু ‘ডিল’ খুঁজছে?

গোটা পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

আলিমার প্রকাশ্য প্রস্তাব: অদৃশ্য শক্তির কাছে সরাসরি আহ্বান

এদিকে, পাকিস্তানে মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান মুখোমুখি হয়ে আর্জি জানান—‘আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন, গোপনে নয়—সামনে এসে বলুন, আমাদের ভাই আপনাদের কী ভুল করেছেন?’

তিনি দাবি করেন, ইমরানের মামলাগুলোতে বিচারকদের উপর ‘চাপ’ রয়েছে, পিটিশনগুলো হঠাৎ করেই লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, এবং বিচার প্রক্রিয়া অদৃশ্য নির্দেশনা’র মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে।

আলিমা আরও বলেন, ‘আমার ভাই যদি সারাজীবন জেলেই থাকেন, তবুও তিনি অত্যাচারের কাছে মাথা নত করবেন না।  তিনি বলেছেন, আমি আজীবন কারাবন্দি থাকলেও অন্যায়ের কাছে নত হব না।’

তার কথায়, পিটিআই বর্তমানে শক্ত অবস্থানে না থাকলেও, আলোচনার টেবিলে বসে একটি ‘পারস্পরিক বোঝাপড়ার’ পথ খোলা রাখতে চায়।

রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

আলিমার এই ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা ও সিনেটর ইরফান সিদ্দিকি প্রশ্ন ছুড়েছেন, ‘গিভ অ্যান্ড টেক যদি কোনো ডিল না হয়, তাহলে সেটা আসলে কী?’

তিনি কটাক্ষ করে বলেন, ‘আলিমা যা নিতে চাইছেন তা ঠিক আছে, কিন্তু পিটিআই এখন কী দিতে পারবে—সেটা কি কেউ জানে?’

প্রেক্ষাপট

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।

তার দীর্ঘ কারাবাস এবং রাজনীতিতে সেনা ও বিচার বিভাগের ‘অদৃশ্য’ হস্তক্ষেপ নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের গণতন্ত্রপন্থী শিবিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আলিমা খানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের প্রতিক্রিয়া নতুন অধ্যায়ের সূচনা করছে, যার সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে এখনো অনিশ্চিত।