ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১২ বার পঠিত

ইসরায়েলের ওপর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর ছিল।’

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, ‘এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’

ব্রিফিংয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের সুলিভান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং তা চলবে।’

তিনি জানান, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি।

সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন।

এদিকে ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ট্যাগস :

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ইসরায়েলের ওপর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর ছিল।’

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, ‘এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’

ব্রিফিংয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের সুলিভান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং তা চলবে।’

তিনি জানান, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি।

সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন।

এদিকে ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।