ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঈদের আন‌ন্দের সা‌থে প্রসংশায় ভাস‌ছেন গৌরনদীর এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ১২৫৬ বার পঠিত

কসাই সি‌ন্ডি‌কেট‌দের প্রধান ব‌রিশা‌লে জেলার গৌরনদী পৌর সদ‌রের আশোকাঠী বাজারের খান জাহান আলী মিট হাউজের মা‌লিক বাবুল সরদ‌ার ওর‌ফে কসাই বাবুল‌ গো‌স্তের অ‌তি‌রিক্ত মূল‌্য বা‌ড়ি‌য়ে‌ হা‌ড্ডি চ‌র্বি ও ভেজাল গোস্ত বি‌ক্রি কর‌ছেন এমন অ‌ভি‌যোগ পান এসিল‌্যান্ড । অ‌ভি‌যোগ পে‌য়ে ঘটনার সত‌্যত‌া পে‌য়ে তাৎক্ষ‌নিক ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে ৫০ হাজার টাকা জ‌‌ড়িমানা ক‌রেন‌।

 

ইদ্রিস সরদার জানায় : গো মাংশ সি‌ন্ডি‌কেটদের জন‌্য
গরীব মানুষ খুব একটা গোস্ত ক্রয় ক‌রে খে‌তে পা‌রে না ! ক্রয় ক্ষমতার নাগা‌লে ছিল নাা গো মাংশ। কসাইরা সাধারন মানুষ‌দের প‌কেট কে‌টে নি‌তো প্রত‌ি বছর । ঈদ ও বি‌শেষ বিশেষ দিব‌সে কসাইরা সিন্ডি‌কেট ক‌রে চড়া মূ‌ল্যে মাংশ বিক্রি ক‌রেন।
এবছর রমজান এলে গৌরনদী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো: আবু আব্দুল্ল‌াহ খান ,গৌরনদীর এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন মাংষ বি‌ক্রেতা‌দের ‌নি‌য়ে মি‌টিং ক‌রে গো‌স্তের দাম‌ নির্ধারন ক‌রে দেন , কিন্তু সরকা‌রি নি‌র্দেশ না মে‌নে কসাইরা ঘর্মঘট ডা‌কে!ভোক্তা‌দের কথা মাথায় এনে তখন ন‌্যায‌্য মূ‌লের বাজার না‌মে কমদা‌মে মাংশ পে‌তে নিজস্ব তত্বাবধা‌নে গরুর মাংশ বি‌ক্রি শুরু ক‌রে‌ন উপ‌জেলা টাস্ক‌ফোস ক‌মি‌টি । সেখা‌নেও মাংশ বি‌ক্রিতে বাধা হয় বাবুল কসাই সি‌ন্ডি‌কেট।

সহকা‌রি ক‌মিশনার ভু‌মি (এসিল‌্যান্ড ) মো: রা‌জিব হো‌সেন জানান, ঈদের দু‌দিন আগে থে‌কে ৮০০ টাকা ক‌রে প্রতি‌কে‌জি মাংশ বি‌ক্রি শুরু ক‌রেন বাবুল সরদার ওর‌ফে বাবুল কসাই! অ‌ভি‌যো‌গের প‌রি‌পে‌ক্ষি‌তে সত‌্যতা পে‌য়ে র‌বিবার দুপু‌রে ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে বাবুল সরদার‌কে ৫০ হাজার টাকা জ‌ড়িমানা করা হয়।

এ সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে গৌরনদী উপ‌জেলার সর্বত্র মুহু‌র্তের ম‌ধ্যে গো‌স্তের দাম ৫০‌ টাকা থে‌কে ৭০ টাকা ক‌মি‌য়ে মাংশ বি‌ক্রি শুরু ক‌রেন গো মাংশ‌ বি‌ক্রেতারা !

ফরহাদ সরদার জানান, ৭৫০ টাকায় হা‌ড্ডি ও চ‌র্বিবিহ‌ীন গরুর গে‌াস্ত ক্রয় কর‌তে পে‌রে গৌরনদীর সাধারন মানুষজন উপজেলা সহকা‌রি ক‌মিশনার ভু‌মি রা‌জিব স‌্যার‌কে ধন‌্যবাদ জানাই। ‌তি‌নি আরও ব‌লেন, আমি ভে‌বে‌ছিলাম এবার মাংশ ক্রয় কর‌তে পার‌বোনা ! কিন্তু এসিল‌্যান্ড স‌্যা‌রের কার‌নে কম দা‌মে হা‌ড্ডি ও চ‌র্বি ছাড়া মাংশ ক্রয় কর‌তে‌ পে‌রে‌ছি । তাই (এসিল‌্যান্ড স‌্যার)‌কে মো :রা‌জিব হোসেন‌কে দোযা কর‌ছি । সারা গৌরনদী বাসীর প্রসংশ‌ায় ভাস‌ছেন এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন।

ট্যাগস :

ঈদের আন‌ন্দের সা‌থে প্রসংশায় ভাস‌ছেন গৌরনদীর এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন

আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

কসাই সি‌ন্ডি‌কেট‌দের প্রধান ব‌রিশা‌লে জেলার গৌরনদী পৌর সদ‌রের আশোকাঠী বাজারের খান জাহান আলী মিট হাউজের মা‌লিক বাবুল সরদ‌ার ওর‌ফে কসাই বাবুল‌ গো‌স্তের অ‌তি‌রিক্ত মূল‌্য বা‌ড়ি‌য়ে‌ হা‌ড্ডি চ‌র্বি ও ভেজাল গোস্ত বি‌ক্রি কর‌ছেন এমন অ‌ভি‌যোগ পান এসিল‌্যান্ড । অ‌ভি‌যোগ পে‌য়ে ঘটনার সত‌্যত‌া পে‌য়ে তাৎক্ষ‌নিক ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে ৫০ হাজার টাকা জ‌‌ড়িমানা ক‌রেন‌।

 

ইদ্রিস সরদার জানায় : গো মাংশ সি‌ন্ডি‌কেটদের জন‌্য
গরীব মানুষ খুব একটা গোস্ত ক্রয় ক‌রে খে‌তে পা‌রে না ! ক্রয় ক্ষমতার নাগা‌লে ছিল নাা গো মাংশ। কসাইরা সাধারন মানুষ‌দের প‌কেট কে‌টে নি‌তো প্রত‌ি বছর । ঈদ ও বি‌শেষ বিশেষ দিব‌সে কসাইরা সিন্ডি‌কেট ক‌রে চড়া মূ‌ল্যে মাংশ বিক্রি ক‌রেন।
এবছর রমজান এলে গৌরনদী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো: আবু আব্দুল্ল‌াহ খান ,গৌরনদীর এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন মাংষ বি‌ক্রেতা‌দের ‌নি‌য়ে মি‌টিং ক‌রে গো‌স্তের দাম‌ নির্ধারন ক‌রে দেন , কিন্তু সরকা‌রি নি‌র্দেশ না মে‌নে কসাইরা ঘর্মঘট ডা‌কে!ভোক্তা‌দের কথা মাথায় এনে তখন ন‌্যায‌্য মূ‌লের বাজার না‌মে কমদা‌মে মাংশ পে‌তে নিজস্ব তত্বাবধা‌নে গরুর মাংশ বি‌ক্রি শুরু ক‌রে‌ন উপ‌জেলা টাস্ক‌ফোস ক‌মি‌টি । সেখা‌নেও মাংশ বি‌ক্রিতে বাধা হয় বাবুল কসাই সি‌ন্ডি‌কেট।

সহকা‌রি ক‌মিশনার ভু‌মি (এসিল‌্যান্ড ) মো: রা‌জিব হো‌সেন জানান, ঈদের দু‌দিন আগে থে‌কে ৮০০ টাকা ক‌রে প্রতি‌কে‌জি মাংশ বি‌ক্রি শুরু ক‌রেন বাবুল সরদার ওর‌ফে বাবুল কসাই! অ‌ভি‌যো‌গের প‌রি‌পে‌ক্ষি‌তে সত‌্যতা পে‌য়ে র‌বিবার দুপু‌রে ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে বাবুল সরদার‌কে ৫০ হাজার টাকা জ‌ড়িমানা করা হয়।

এ সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে গৌরনদী উপ‌জেলার সর্বত্র মুহু‌র্তের ম‌ধ্যে গো‌স্তের দাম ৫০‌ টাকা থে‌কে ৭০ টাকা ক‌মি‌য়ে মাংশ বি‌ক্রি শুরু ক‌রেন গো মাংশ‌ বি‌ক্রেতারা !

ফরহাদ সরদার জানান, ৭৫০ টাকায় হা‌ড্ডি ও চ‌র্বিবিহ‌ীন গরুর গে‌াস্ত ক্রয় কর‌তে পে‌রে গৌরনদীর সাধারন মানুষজন উপজেলা সহকা‌রি ক‌মিশনার ভু‌মি রা‌জিব স‌্যার‌কে ধন‌্যবাদ জানাই। ‌তি‌নি আরও ব‌লেন, আমি ভে‌বে‌ছিলাম এবার মাংশ ক্রয় কর‌তে পার‌বোনা ! কিন্তু এসিল‌্যান্ড স‌্যা‌রের কার‌নে কম দা‌মে হা‌ড্ডি ও চ‌র্বি ছাড়া মাংশ ক্রয় কর‌তে‌ পে‌রে‌ছি । তাই (এসিল‌্যান্ড স‌্যার)‌কে মো :রা‌জিব হোসেন‌কে দোযা কর‌ছি । সারা গৌরনদী বাসীর প্রসংশ‌ায় ভাস‌ছেন এসিল‌্যান্ড রা‌জিব হো‌সেন।