শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

উজিরপুরে অন্য রকম এক বিয়ের অনুষ্ঠান

এখনই সময় ডেস্ক / ৫৩
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ

‌কি ছিল না সে বি‌য়ে‌তে ? বাংলার ঐ‌তিহ্যবা‌হি পাল‌কি ও ঘোড়ার গা‌ড়ি সহ বর্তমান সম‌য়ের আধু‌নিক বাহন মাই‌ক্রেবাস যাত্রা। গাও‌য়ের রী‌তিনী‌তি অনুসরন ক‌রে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে বি‌য়ের সকল অনুষ্ঠানা‌দি।

জানা গে‌ছে, ব‌রিশাল জেলার উজিরপুর উপ‌জেলার হ‌স্তিসুন্ড গ্রা‌মের সৌদী প্রবাসী শ‌হিদুল ইসলা‌ম ও গৃহিনী পারভীন বেগ‌মের একমাত্র পুত্র বিএম ক‌লে‌জের অনার্স এর শিক্ষার্থী এস এম পার‌ভেজ এর বি‌য়ে‌র অনুষ্ঠান ছিল ২৩ জুন শুক্রবার । বি‌য়ে‌তে ছে‌লের ইচ্ছা ছিল বাংলার ঐ‌তিহ্য ও পু‌রো‌নো দি‌নের বি‌য়ের মতনই সে তার নববধু‌কে ঘ‌রে তুল‌বেন । যে কথা সে কাজ, ব‌রের যাত্রায় ছিল ঝালকাঠী থে‌কে ভাড়া করা ঘোড়ার গাড়ী, মাদারীপু‌রের কা‌লিগ‌ঞ্জের কানাইপুর থে‌কে আনা হ‌য়ে‌ছে পালকী ও পালকীর কাহারু, এছাড়া তো মাই‌ক্রোবাস ছিল ই।

বর এস এম পার‌ভেজ জানান, বরযাত্রী নি‌য়ে ঘর থে‌কে পাল‌কি‌তে রাস্তায় এ‌সে ঘোড়ার গা‌ড়ি চ‌ড়ে ক‌নের বা‌ড়ি পার্শবর্তী গ্রাম বামরাই‌ল গ্রা‌মে শশুর আলম মিয়ার বা‌ড়ি‌তে যাওয়া ও আসবার সম‌য়ে সড়‌কের দু পাশে হাজা‌রো মানুষ জ‌ড়ো হয়। কেউ কেউ মোবাই‌লেও দৃশ্য ধরন ক‌রেন, হা‌সি আন‌ন্দে মে‌তে অ‌ঠেন তারা, যা দে‌খে আমি ও আমার নববধূ অন্য রকম এক অনুভু‌তি ফিল ক‌রে‌ছি।

ব‌রের পিতা শ‌হিদুল ইসলাম জানান, একমাত্র ছে‌লের সখ পুর‌নে এসব বাংলার পু‌রো‌নো ঐ‌তিহ্য‌কে তি‌নি প্রধান্য দি‌য়ে‌ছেন। এলাকায় সবাই আনন্দ ক‌রে‌ছে, লোকজন আমার বা‌ড়ি‌তে জ‌ড়ো হ‌য়ে‌ছে এটাই আমার আনন্দ।

এলকার এক বৃদ্ধ জানান, আমাদের ছোট বেলায় দেখেছি পালকির নিয়ে বর আসতো, ঘোড়ার গাড়ি সেটা ছিল পয়সাআলা মানুষের জন্য। অনেক বছর পরে বাংলার সংস্কৃতি মিশ্রিত এমন বিয়ে দেখলাম, ভাল লাগলো ।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD