ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও গুতেরেসের দিনটি যেভাবে গেল আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩ দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের টানা দুই দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বড় হচ্ছে ডিজিটাল অর্থনীতি, ব্যয় বাড়ছে আইসিটি খাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

উত্তরায় রেস্টুরেন্টে আগুন: আলামত নষ্টের অভিযোগে কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পঠিত

রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের আলামত নষ্টের অভিযোগে ওবায়দুল ইসলাম নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন নারী ও এক জন পুরুষ রয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ছয় জন একটি বিউটি পার্লারের কর্মী। আটক ওবায়দুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি জানান, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগিনা কবির হোসেন ভবনটির মালিক। হোটেল মালিক ও ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আগুন লাগার কারণ: ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রেস্টুরেন্টের নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। তিনি আরো জানান, ভবনটির কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না। কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো ফায়ার এক্সিটও ছিল না।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। ঘটনার সময় রেস্টুরেন্টের মালিক বা ভবন মালিককে আমরা পাইনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রথমে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।

সম্পূর্ণ ভবনটি বাণিজ্যিক: উত্তরা পশ্চিম থানার ওসি জানান, ছয়তলা ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক। ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে লাভলীন পেস্ট্রি অ্যান্ড ক্যান্ডি। ওপরের তলাগুলোতে রয়েছে স্বপ্ন বিউটি কেয়ার নামের একটি রূপচর্চা ও রূপসজ্জাকেন্দ্র, পিন্যাকল ডেন্টাল সল্যুশন অ্যান্ড ফিজিওথেরাপি নামে দাঁত ও ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র এবং জান্নাত লেডিস জিম নামে মেয়েদের জন্য বিশেষায়িত একটি শরীরচর্চাকেন্দ্র।

ট্যাগস :

উত্তরায় রেস্টুরেন্টে আগুন: আলামত নষ্টের অভিযোগে কর্মচারী আটক

আপডেট সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের আলামত নষ্টের অভিযোগে ওবায়দুল ইসলাম নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন নারী ও এক জন পুরুষ রয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ছয় জন একটি বিউটি পার্লারের কর্মী। আটক ওবায়দুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি জানান, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগিনা কবির হোসেন ভবনটির মালিক। হোটেল মালিক ও ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আগুন লাগার কারণ: ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রেস্টুরেন্টের নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। তিনি আরো জানান, ভবনটির কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না। কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো ফায়ার এক্সিটও ছিল না।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। ঘটনার সময় রেস্টুরেন্টের মালিক বা ভবন মালিককে আমরা পাইনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রথমে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।

সম্পূর্ণ ভবনটি বাণিজ্যিক: উত্তরা পশ্চিম থানার ওসি জানান, ছয়তলা ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক। ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে লাভলীন পেস্ট্রি অ্যান্ড ক্যান্ডি। ওপরের তলাগুলোতে রয়েছে স্বপ্ন বিউটি কেয়ার নামের একটি রূপচর্চা ও রূপসজ্জাকেন্দ্র, পিন্যাকল ডেন্টাল সল্যুশন অ্যান্ড ফিজিওথেরাপি নামে দাঁত ও ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র এবং জান্নাত লেডিস জিম নামে মেয়েদের জন্য বিশেষায়িত একটি শরীরচর্চাকেন্দ্র।