ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরার ব্যবসায়ী সৈয়দ রু‌বে‌লের মৃত্যু নি‌য়ে কানাঘুষা চল‌ছে

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০৮৫ বার পঠিত

সৈয়দ রু‌বে‌লের মৃত্যু টা কেমন যেনো রহস্যময় ?! কিছু প্রশ্নের জম্ম দি‌য়ে‌ছে! তরতাজা মানুষ‌টি নি‌মি‌শেই নিষ্প্রান হওয়‌া,মৃত্যুর সময় টা নি‌য়েও কানাঘুষা চল‌ছে! অ‌নে‌কের ম‌নে বি‌ভিন্ন প্র‌শ্নের জম্ম জম্ম দি‌য়ে‌ছে ! রহস্য রহস্য গন্ধ পাওয়া যা‌চ্ছে !

বিশ্বস্ত সুত্র থে‌কে জানা গে‌ছে, সৈয়দ রু‌বে‌লের স্ত্রী রেবু ও মে‌য়ে পা‌য়েল জ্ব‌রে আক্রান্ত হয়, টেস্ট কর‌লে ডেঙ্গু জ্বর ধরা প‌রে, রু‌বেল সুস্থ্য এবং স্ত্রী ও মে‌য়েকে দ:খান তুরাগ সিএন‌জি পাম্প সংলগ্ন আর্ক হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন এবং স্ত্রী ও মে‌য়ে সুস্থ্য হ‌লে বাসায় নি‌য়ে যান। এরপ‌রে সৈয়দ রু‌বেল জ্ব‌রে আক্রান্ত হন। প‌রিক্ষা কর‌লে ডেঙ্গু ধরা পড়ে। উত্তরা আধুনিক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। কিছুটা সুস্থ্য হ‌লে শ‌নিবার নি‌জে নাম কা‌টি‌য়ে হাসপাতাল থে‌কে রি‌লিজ নি‌য়ে সরাস‌রি মিরপুর জ‌নৈক এক বন্ধুর সা‌থে দেখা কর‌তে যায়,‌সেখা‌নে ব‌সে অসুস্থ্য হ‌লে সেই বন্ধু তার বাসায় নিয়ে মাথায় পা‌নি দি‌য়ে সুস্থ্য ক‌রে সিএন‌জি যো‌গে উত্তরার বাসায় পা‌ঠি‌য়ে দেয়।
এরপ‌রে মঙ্গলবার দুপু‌রে আবার অসুস্থ্য হ‌যে প‌ড়লে তা‌কে আবারও ‌বি‌কেল ৩:৩০ উত্তরা আধু‌নিক হাসপাতাল(বাংলা‌দেশ মে‌ডি‌কেল)ভি‌র্তি করা হয়।

সন্ধায় সৈয়দ রু‌বেল কে আই‌সিইউতে নেয়ার সময় নি‌জে পা‌য়ে হে‌টে হে‌টে আই‌সিইউ‌তে গিয়ে‌ছে, এরপ‌রে লাইফ লাইফ সা‌পোর্ট ।

সুত্র‌টি আরও জানায়, কো‌নো রো‌গি‌কে লাইফ সা‌পো‌র্টের রু‌মে নেয়ার আগে নিয়ম অনুযায়ী রোগীর আত্বীয় স্বজন‌দের থে‌কে বন্ড সই নেয়া হয় , কিন্তু সৈয়দ রু‌বে‌লের বেলায় দেখা গে‌ছে উ‌ল্টোটা ! ‌
সৈয়দ রু‌বে‌লের নিকটাত্বীয়রা হাসপাতা‌লে উপ‌স্থিত থাক‌লেও বন্ড সই দি‌তে দেখা গে‌ছে লাইফ সা‌পো‌র্টে থাকা রো‌গি‌কে(‌সৈয়দ রু‌বেল‌কে) । আশ্চ‌র্য্যে বিষয় হ‌লো, রো‌গির কো‌নো এক স্বজন বন্ড সই দেয়ার চিত্র মু‌ঠো‌ফো‌নে ধারন করার সময় উপ‌স্থিত ডাক্তার তে‌ড়ে আ‌সেন এবং চিত্র ধারন করার জন্য কৈ‌ফিয়ত তলব ক‌রেন ! এবং মু‌ঠো‌ফোন থে‌কে চিত্রগু‌লো ডি‌লেট করা‌তেও বাধ্য হন !


মু‌ঠো ফোনে চিত্র ধারন করা জ‌নৈক ব্য‌ক্তি আ‌ক্ষেপ ক‌রে ব‌লেন, রাত ৮ টায় লাইফ সা‌পে‌র্টে নেয়া হয় মারা কখন গে‌ছে তা বাই‌রের কেউ জানি না, ত‌বে রাত ১১ টায় লাইফ সা‌পোর্ট এর অক্সি‌জেন মাক্স খু‌লে মৃত্যু ঘোষনা করা হয় (তাও নিকটাত্বীয়‌দের উ‌ত্তেজনা ও হাসপাতা‌লে হামলার হুম‌কির প‌রে হাসপাতাল কর্ত্তৃপক্ষ লাইফ সা‌পোর্ট থে‌কে মৃত্যুর ঘোষনা দি‌য়ে লাশ বের ক‌রে)
অন্য‌দি‌কে রাত ৮:৩০ এ মারা যাওয়ার কথাও প্রচার পে‌য়ে‌ছে !সৈয়দ মৃত্যু‌টি নি‌য়ে ধুম্রজা‌লের সৃ‌স্টি হ‌চ্ছে এবং প্র‌তি‌দিনই বি‌ভিন্ন কথা চাউর হ‌চ্ছে !

উ‌ল্লেখ্য : ঢাকার উত্তরার ব্যবসায়ী সৈয়দ রু‌বেল ডেঙ্গুজ্ব‌র নি‌য়ে ২৪ সে‌প্টেম্বর বি‌কেল ৩:৩০ উত্তরা আধু‌নিক মে‌ডি‌কে‌লে ভ‌র্তি হন, (লিফট ১০ রুম নং ১০ ) লা‌ইফ সা‌পোর্ট এ নেয়ার প‌রে তার মৃত্যু হয় ৮:৩০ এ ঘোষনা করা হয় ১১টায় , মৃত্যুর স‌ঠিক সময় নি‌য়েও বিভ্রাট ।

ট্যাগস :

উত্তরার ব্যবসায়ী সৈয়দ রু‌বে‌লের মৃত্যু নি‌য়ে কানাঘুষা চল‌ছে

আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সৈয়দ রু‌বে‌লের মৃত্যু টা কেমন যেনো রহস্যময় ?! কিছু প্রশ্নের জম্ম দি‌য়ে‌ছে! তরতাজা মানুষ‌টি নি‌মি‌শেই নিষ্প্রান হওয়‌া,মৃত্যুর সময় টা নি‌য়েও কানাঘুষা চল‌ছে! অ‌নে‌কের ম‌নে বি‌ভিন্ন প্র‌শ্নের জম্ম জম্ম দি‌য়ে‌ছে ! রহস্য রহস্য গন্ধ পাওয়া যা‌চ্ছে !

বিশ্বস্ত সুত্র থে‌কে জানা গে‌ছে, সৈয়দ রু‌বে‌লের স্ত্রী রেবু ও মে‌য়ে পা‌য়েল জ্ব‌রে আক্রান্ত হয়, টেস্ট কর‌লে ডেঙ্গু জ্বর ধরা প‌রে, রু‌বেল সুস্থ্য এবং স্ত্রী ও মে‌য়েকে দ:খান তুরাগ সিএন‌জি পাম্প সংলগ্ন আর্ক হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন এবং স্ত্রী ও মে‌য়ে সুস্থ্য হ‌লে বাসায় নি‌য়ে যান। এরপ‌রে সৈয়দ রু‌বেল জ্ব‌রে আক্রান্ত হন। প‌রিক্ষা কর‌লে ডেঙ্গু ধরা পড়ে। উত্তরা আধুনিক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। কিছুটা সুস্থ্য হ‌লে শ‌নিবার নি‌জে নাম কা‌টি‌য়ে হাসপাতাল থে‌কে রি‌লিজ নি‌য়ে সরাস‌রি মিরপুর জ‌নৈক এক বন্ধুর সা‌থে দেখা কর‌তে যায়,‌সেখা‌নে ব‌সে অসুস্থ্য হ‌লে সেই বন্ধু তার বাসায় নিয়ে মাথায় পা‌নি দি‌য়ে সুস্থ্য ক‌রে সিএন‌জি যো‌গে উত্তরার বাসায় পা‌ঠি‌য়ে দেয়।
এরপ‌রে মঙ্গলবার দুপু‌রে আবার অসুস্থ্য হ‌যে প‌ড়লে তা‌কে আবারও ‌বি‌কেল ৩:৩০ উত্তরা আধু‌নিক হাসপাতাল(বাংলা‌দেশ মে‌ডি‌কেল)ভি‌র্তি করা হয়।

সন্ধায় সৈয়দ রু‌বেল কে আই‌সিইউতে নেয়ার সময় নি‌জে পা‌য়ে হে‌টে হে‌টে আই‌সিইউ‌তে গিয়ে‌ছে, এরপ‌রে লাইফ লাইফ সা‌পোর্ট ।

সুত্র‌টি আরও জানায়, কো‌নো রো‌গি‌কে লাইফ সা‌পো‌র্টের রু‌মে নেয়ার আগে নিয়ম অনুযায়ী রোগীর আত্বীয় স্বজন‌দের থে‌কে বন্ড সই নেয়া হয় , কিন্তু সৈয়দ রু‌বে‌লের বেলায় দেখা গে‌ছে উ‌ল্টোটা ! ‌
সৈয়দ রু‌বে‌লের নিকটাত্বীয়রা হাসপাতা‌লে উপ‌স্থিত থাক‌লেও বন্ড সই দি‌তে দেখা গে‌ছে লাইফ সা‌পো‌র্টে থাকা রো‌গি‌কে(‌সৈয়দ রু‌বেল‌কে) । আশ্চ‌র্য্যে বিষয় হ‌লো, রো‌গির কো‌নো এক স্বজন বন্ড সই দেয়ার চিত্র মু‌ঠো‌ফো‌নে ধারন করার সময় উপ‌স্থিত ডাক্তার তে‌ড়ে আ‌সেন এবং চিত্র ধারন করার জন্য কৈ‌ফিয়ত তলব ক‌রেন ! এবং মু‌ঠো‌ফোন থে‌কে চিত্রগু‌লো ডি‌লেট করা‌তেও বাধ্য হন !


মু‌ঠো ফোনে চিত্র ধারন করা জ‌নৈক ব্য‌ক্তি আ‌ক্ষেপ ক‌রে ব‌লেন, রাত ৮ টায় লাইফ সা‌পে‌র্টে নেয়া হয় মারা কখন গে‌ছে তা বাই‌রের কেউ জানি না, ত‌বে রাত ১১ টায় লাইফ সা‌পোর্ট এর অক্সি‌জেন মাক্স খু‌লে মৃত্যু ঘোষনা করা হয় (তাও নিকটাত্বীয়‌দের উ‌ত্তেজনা ও হাসপাতা‌লে হামলার হুম‌কির প‌রে হাসপাতাল কর্ত্তৃপক্ষ লাইফ সা‌পোর্ট থে‌কে মৃত্যুর ঘোষনা দি‌য়ে লাশ বের ক‌রে)
অন্য‌দি‌কে রাত ৮:৩০ এ মারা যাওয়ার কথাও প্রচার পে‌য়ে‌ছে !সৈয়দ মৃত্যু‌টি নি‌য়ে ধুম্রজা‌লের সৃ‌স্টি হ‌চ্ছে এবং প্র‌তি‌দিনই বি‌ভিন্ন কথা চাউর হ‌চ্ছে !

উ‌ল্লেখ্য : ঢাকার উত্তরার ব্যবসায়ী সৈয়দ রু‌বেল ডেঙ্গুজ্ব‌র নি‌য়ে ২৪ সে‌প্টেম্বর বি‌কেল ৩:৩০ উত্তরা আধু‌নিক মে‌ডি‌কে‌লে ভ‌র্তি হন, (লিফট ১০ রুম নং ১০ ) লা‌ইফ সা‌পোর্ট এ নেয়ার প‌রে তার মৃত্যু হয় ৮:৩০ এ ঘোষনা করা হয় ১১টায় , মৃত্যুর স‌ঠিক সময় নি‌য়েও বিভ্রাট ।