বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

এক হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ৭
আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ

এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে নিরাপদে সমুদ্র থেকে উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড। এইসব অভিবাসী জনাকীর্ণ নৌকায় অনিরাপদে ভূমধ্যসাগরে ভাসছিল।

শুক্রবার থেকে তাদের উদ্ধারে কাজ শুরু করে উপকূল রক্ষাকারী বাহিনীটি। দুই সপ্তাহ আগে ইতালির উপকূলে নৌকা ডুবে ৭৬ অভিবাসন প্রার্থী মারা যান।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উকূলে তিনটি নৌকা দেখতে পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন। এর মধ্যে একটি নৌকা ছিল দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়ানের ক্রোতোনে শহরের উপকূলে। অন্য দুটোও ছিল আশপাশের এলাকায়।

প্রথম নৌকা থেকে ৪৮৭ জনকে উদ্ধার করে ক্রোতনে বন্দরে নিয়ে আসা হয় শনিবার সকালে।  আর আরেকটি উদ্ধার অভিযানে ৫০০ অভিবাসীকে উপকূলে নিয়ে আসা হয়েছে। 

এর আগে সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদে রয়েছে বলে জানিয়েছিল ইতালির কোস্টগার্ড। এক বিবৃতিতে দেশটির বাহিনীটি বলেছিল, বিপদের মধ্যে রয়েছে হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।  


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD