সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

এ্যালিস্টারের লাল কার্ড প্রত্যাহার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ২৩
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ

গত শনিবার (১৯ আগস্ট) প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ৫৮তম মিনিটে রায়ান ক্রিস্টিকে পা দিয়ে মাড়িয়ে যাবার অপরাধে লিভারপুলের মিডফিল্ডার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ম্যাক এ্যালিস্টারকে লাল কার্ড দেখান কর্তব্যরত রেফারি থমাস ব্রামাল। তবে আপিলের পরিপ্রেক্ষিতে ম্যাক এ্যালিস্টারের লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে।

ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। তার অভিযোগ, লাল কার্ড দেখানোর কারণে এমনিতেই ‘যথেষ্ট শাস্তি’ পেয়েছে দল। দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ওই তারকাকে ছাড়া লড়তে হয়েছে।

শনিবার ক্লপ বলেন, ‘ম্যাচ শেষে আমি ফের ঘটনাটি দেখেছি। তালিকায় পয়েন্ট থাকলেই কি আপনাকে লাল কার্ড দেখাতে হবে? আর কোন বিকল্প নেই? আমাদের বক্তব্য হচ্ছে রেফারি যদি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে সিদ্ধান্তটি নিতেন তাহলে আমাদের কোন আপত্তি ছিল না। ভিএআর দেখে লাল কার্ড দিলে আমাদের দ্বিমত করার সুযোগ ছিল না।’

ওই কার্ড যদি আমলে নেয়া হতো তাহলে পরবর্তীতে আরও অন্তত তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন এ্যালিস্টার। তবে এখন তিনি সম্পূর্ণ মুক্ত। ফুটবল এসোসিয়েশনের (এফএ) একজন মুখপাত্র বলেছেন, ‘ভুলক্রমে আরোপিত এ্যালিস্টারের তিন ম্যাচের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে স্বাধীন রেগুলেটরি কমিশন।’


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD