ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারকে আর অর্থায়ন করবে না রাশিয়া। ইতোমধ্যে গোষ্ঠীটি তাদের সদস্য সংখ্যা কমিয়ে ব্যয় কমানোর চেষ্টা করছে। রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা দফতর এমন দাবি করেছে।
মন্ত্রণালয় দৈনিক বুলেটিনে জানিয়েছে, বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে যে রাশিয়া আর ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপের কার্যক্রমে অর্থায়ন করবে না।
বুলেটিনে আরও জানানো হয়েছে, ওয়াগনারের মালিক ইয়েভজেনি প্রিগোজিন জুনে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পরে তার অন্যান্য ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে রুশ সরকার। ওয়াগনার গ্রুপ আর্থিক চাপ কমাতে কর্মীদের বেতন ব্যয় বাঁচাতে প্রতিষ্ঠানের আকার হ্রাস এবং পুনর্বিন্যাস করার দিকে এগিয়ে চলেছে।
রাশিয়ার পরিবর্তে বেলারুশ সরকার ওয়াগনারের ব্যয় নির্বাহ করতে পারে জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা দফতর বলেছে, “যদি রাশিয়ার আর ওয়াগনারকে অর্থ প্রদান না করে, তবে দ্বিতীয় সবচেয়ে যুক্তিসঙ্গত অর্থায়নকারী হবে বেলারুশ কর্তৃপক্ষ।