ও কাদের নানক নাসিম শাজাহান হানিফ হাসানাত আব্দুল্লাহসহ ৭০৪ জনের নামে পল্টন থানায় হত্যা মামলা

- আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৫৫ বার পঠিত
শেখ হাসিনার সরকারের প্রভাবশালী নেতা এমপি মন্ত্রী,আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের পদপজিশন বর্তমান ও সাবেক এবং পুলিশের সাবেক উচ্চ্য পদস্ত কর্মকর্তাসহ ৭০৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ / ১২ হাজার আসামী করে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় সত সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদি ফোরামের নেতা আব্বাস আলী বাদি হয়ে এ মামলা করেন। আব্বাস আলীর স্থায়ী ঠিকানা ধানতলা মামুদপুর ক্ষেতলাল জয়পুরহাট ও বর্তমান ঠিকানা রুপনগর মিরপুর ঢাকা ।
আব্বাস আলীর মামলায় আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ওবায়দুল কাদের,আবুল হাসানাত আব্দুল্লাহ, বাহাউদ্দিন নাসিম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি,আব্দুর রহমান, মোফাজ্জেল চৌধুরী মায়া,শামিম ওসমান,দিপু মনি, লাইলি, জাহাঙ্গীর কবির নানক,মাহবুবুল আলম হানিফ, শাহজাহান খান, আব্দুস সোবাহন গোলাপ, জাহাঙ্গীর আলম, সাদিক আব্দুল্লাহসহ এম পি মন্ত্রী নেতা আমলা পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জন ও অজ্ঞাত ১০/১২ হাজার ।
পল্টন থানার ওসি জানান, মামলা এজাহারের পরে আসামীদের গ্রেফতারে সারা দেশে পুলিশ অভিযান চালাচ্ছেন।