সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন

কারাগার থেকে ছাড়া পেলেন বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৩৫
আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গ্রেপ্তার বুয়েটের ২৬ ছাত্রসহ ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন তারা। শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হানিফ নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। আদালতে তাদেরও জামিন চাইবেন আইনজীবীরা।

কারামুক্তরা হলেন- বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন, আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।

এর আগে, বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে মুচলেকা নেওয়া হয়।

আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

গত রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে এসব শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরের দিন সোমবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ছাত্র শিবিরের নেতা-কর্মী।

তবে পুলিশের এমন অভিযোগকে হাস্যকর ও বানোয়াট বলে দাবি করেন বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের অভিযোগ, মেধাবী শিক্ষার্থীদের শুধু শুধু হয়রানি করা হচ্ছে। অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করা, সন্ত্রাস দমন আইনে মামলা করে আমাদের সন্তানদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD