কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিসহ গ্রেপ্তার, মদ উদ্ধার

- আপডেট সময় : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৬ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও দৌলতপুর থানা পুলিশ। যৌথ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান পাতাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ চারটি মদের বোতল উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জুন) ভোর ৬টার দিকে ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান পাতা নতুন আমদহ গ্রামের এমদাদুল হক দাউদের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ বলেন, মাহমুদুল হাসান পাতা উপজেলা ইউনিটের যুগ্ম আহবায়ক। তাকে গুলিসহ আটকের বিষয়টি জানা নেই। বিষয়টি পর্যালোচনা করে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আসামিকে আটকের পর দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।