নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি(পশ্চিম) আবুল কালাম আজাদ পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই (নিঃ) হরিপদ পাল সঙ্গীয় অফিসার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে (২৪ নভেম্বর) গত রোজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন মাসকা ইউনিয়নের সাতাশি মোড় থেকে ৪৫ পিস ইয়াবা বড়ি ও ৪৮ টা, ১ হাজার টাকার জাল নোটসহ তাহের (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত তাহের কেন্দুয়া উপজেলার জালালপুর গ্রামের মৃত মনজুর আলী ভূঁইয়া ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সঞ্জয় সরকার জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে কেন্দুয়া উপজেলার মাশকা ইউনিয়নের সাতাশি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ টা (১ হাজার টাকার জাল নোট) সহ তাহের কে জেলা গোয়েন্দা পশ্চিম ডিভি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি(পশ্চিম) আবুল কালাম আজাদ পিপিএম জানান, এ ঘটনায় অভিযুক্ত তাহেরের বিরুদ্ধে , মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।