‘খামেনিও হত্যাকাণ্ডের শিকার হবেন’
- আপডেট সময় : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১০ বার পঠিত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কড়া সতর্কবার্তা দিলেন দেশটির একজন কারাবন্দি অ্যাক্টিভিস্ট। খোলা এক চিঠিতে তিনি বলেছেন, হামাস ও হিজবুল্লাহর নেতাদের মতো খামেনিও হত্যাকাণ্ডের শিকার হবেন।
খামেনির কড়া সমালোচক হওয়ায় লেখক, শিক্ষাবিদ ও নাগরিক কর্মী আব্বাস ওয়াহেদিয়ান শাহরুদি মাশাদ শহরের ভাকিলাবাদ কারাগারে কারাবাস করছেন।
এক চিঠিতে শাহরুদি বলেছেন, আমি পরামর্শ দিচ্ছি আপনি চোখ খুলুন এবং আপনার দৃষ্টিভঙ্গির রক্তকে পরিষ্কার করুন যেন আপনি ইরানি সমাজের বাস্তবতা দেখতে পারেন।
ইরানি সমাজ দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, পতিতাবৃত্তি ও আসক্তির নিচে পিষ্ট বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে সতর্কবার্তা হিসেবে শাহরুদি বলেছেন, ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি শুধু আপনার কাছের বন্ধু ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের দিকে তাকান।
ইরানের সর্বোচ্চ নেতার কড়া সমালোচনা করে তিনি আরও বলেছেন, খামেনির নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষতিই করেনি বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়ও অবদান রেখেছে।