ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

খু‌নি হা‌সিনা পালা‌লেও তার সন্ত্রাসী বা‌হিনী রে‌খে গে‌ছেন—- বিএন‌পি নেতা সজল

টি এম তু‌হিন
  • আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৪৩ বার পঠিত

খু‌নি হা‌সিনা পালা‌লেও  তার সন্ত্রাসী বা‌হিনী রে‌খে গে‌ছেন, সেই  সকল সন্ত্রাসী বা‌হিনী এখ‌নও  গৌরনদী আ‌গৈলঝাড়ায় বিচরন কর‌ছে , গৌরনদী আ‌গৈলঝাড়ায় কো‌নো সন্ত্রাসীদের জায়গা হ‌বে না।   দখলবাজ চাদাবাজ আওয়ামীলী‌গের সা‌থে আতাত ক‌রে যারা অন্য‌ায় অপরাধ কর‌ছেন,তারা কেইউ  রেহাই পা‌বেন না।

‌তি‌নি আরও ব‌লেন,  আপনারা ভাব‌তে পা‌রেন  দেশনায়ক তা‌রেক রহমান  কিছুই জা‌নেন না? খেয়াল রা‌খেন না ?  না না দেশনায়ক তা‌রেক রহমান সারা দে‌শের প্র‌তি‌টি আসন,প্র‌তি‌টি জেলা উপ‌জেলা ইউ‌নিয়‌নের খবর রাখ‌ছেন,‌কোথায় কি হ‌চ্ছে? চাদাবাজী দখলদা‌রির সব খবরই  তার নিজস্ব লোক দ্বারা নি‌চ্ছেন, ভাব‌ছেন কয়া‌রিয়া ব‌সে আওয়ামীলী‌গের সা‌থে আতাত ক‌রে কিছু কর‌ছেন? তার খবরও  দেশ নায়ক ত‌ারেক রহমান রাখ‌ছেন ।

‌নেতা কর্মি‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, আপনারা ঐক্যবদ্ধ থাক‌বেন, আপনারা ঐক্যবদ্ধ ভা‌বে দেশ নায়ক তা‌রেক রহমান ও দেশমাতা আ‌পোষহীন নেত্রী তিন বা‌রের  সাবেক প্রধানমন্ত্র্রী  বেগম খা‌লেদা জিয়ার হাত‌কে শ‌ক্তি শালী কর‌বেন। কো‌নো শ‌ক্তিই  আপনা‌দের  বি‌চ্ছিন্ন কর‌তে পার‌বে না।

এসময়  তার ক‌র্মি সমর্থকরা স্লোগান দেন গৌরনদী আ‌গৈলঝাড়ার  মা‌টি   সজল ভাই‌য়ের ঘা‌টি, সা‌থে সা‌থে তি‌নি(সজল ) নেতা ক‌র্মি‌দের উ‌দ্দে‌শ্যে বলেন  গৌরনদী আ‌গৈলঝাড়ার মা‌টি  আপনা‌দের ঘা‌টি, বিএন‌পির ঘা‌টি, খা‌লেদা জিয়ার ঘা‌ট‌ি তা‌রেক রহমা‌নের ঘা‌টি।

ব‌রিশাল জেলা উত্তর বিএন‌পির অন্যতম নেতা সাংবা‌দিক জহুরুল ইসলাম জ‌হি‌রের সভাপ‌তি‌ত্বে গৌরনদী বাসস্ট্যা‌ন্ডের পথসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য  কা‌লে এসব কথা ব‌লেন   বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি দল  বিএন‌পির কে‌ন্দ্রিয় স্থায়ী ক‌মি‌টির সদস্য, বাংলা‌দেশ সুপ্রীম কো‌র্টের আইনজী‌বি  জাতীয়তাবা‌দি আইনজী‌বি ফোরা‌মেন সাধারান সম্পাদক এড গাজী কামরুল ইসলাম সজল  ।

ঝড় বৃ‌স্টি উ‌পেক্ষা ক‌রে হাজার হাজার নেতা ক‌র্মি ও সমর্থকরা উপ‌স্থিত হয়ে তা‌দের প্রা‌ণের নেতা কে‌ন্দ্রিয় বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য, বাংলা‌দেশ সুপ্রীম কো‌র্টের  আইনজীবী জন‌নেতা গাজী কামরুল ইসলাম সজল‌কে বরন ক‌রে নেন

এসময় উা‌স্থিত ছি‌লেন, বিএন‌পি নেতা ও  পৌরসভার সা‌বেক ক‌মিশনার বীর মু‌ক্তি‌যোদ্ধা শাহ আলম ফ‌কির বিএন‌পি নেতা  প্রভাষক আব্দুল আইয়াল লোকমান,  বিএন‌পি নেতা ও সরিকল ইউ‌পির সা‌বেক ‌চেয়ারম্যান মঞ্জুর হো‌সেন মিলন,চাদশীর সা‌বেক চেয়ারম্যান তাইফুর রহমান ক‌চি, বি‌এন‌পি নেতা  ও সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের সা‌বেক এ‌জিএস  জামাল হাওলাদার, ব‌রিশাল জেলা উত্তর বিএন‌পির নেতা মাসুদ হাসান তালুকদার মিটু, ‌ব‌রিশাল  জেলা  উত্তর যুবদল যুগ্ন আহবায়ক গোলাম মো‌র্শেদ মাসুদ,  উপ‌জেলা যুবদল নেতা এম এ গফুর সরদার, উপ‌জেলা যুবদল আব্বায়ক  ম‌নির হো‌সেন হাওলাদার,, সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের সা‌বেক  জি এস ফুয়াদ  সরদার, যুবদল নেতা রাসেল হাওলাদার, মশিউর রহমান , মাসুদ সহ নেতৃবৃন্দ।।

এ‌ডিট:  টি এম তু‌হিন

 

 

ট্যাগস :

খু‌নি হা‌সিনা পালা‌লেও তার সন্ত্রাসী বা‌হিনী রে‌খে গে‌ছেন—- বিএন‌পি নেতা সজল

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

খু‌নি হা‌সিনা পালা‌লেও  তার সন্ত্রাসী বা‌হিনী রে‌খে গে‌ছেন, সেই  সকল সন্ত্রাসী বা‌হিনী এখ‌নও  গৌরনদী আ‌গৈলঝাড়ায় বিচরন কর‌ছে , গৌরনদী আ‌গৈলঝাড়ায় কো‌নো সন্ত্রাসীদের জায়গা হ‌বে না।   দখলবাজ চাদাবাজ আওয়ামীলী‌গের সা‌থে আতাত ক‌রে যারা অন্য‌ায় অপরাধ কর‌ছেন,তারা কেইউ  রেহাই পা‌বেন না।

‌তি‌নি আরও ব‌লেন,  আপনারা ভাব‌তে পা‌রেন  দেশনায়ক তা‌রেক রহমান  কিছুই জা‌নেন না? খেয়াল রা‌খেন না ?  না না দেশনায়ক তা‌রেক রহমান সারা দে‌শের প্র‌তি‌টি আসন,প্র‌তি‌টি জেলা উপ‌জেলা ইউ‌নিয়‌নের খবর রাখ‌ছেন,‌কোথায় কি হ‌চ্ছে? চাদাবাজী দখলদা‌রির সব খবরই  তার নিজস্ব লোক দ্বারা নি‌চ্ছেন, ভাব‌ছেন কয়া‌রিয়া ব‌সে আওয়ামীলী‌গের সা‌থে আতাত ক‌রে কিছু কর‌ছেন? তার খবরও  দেশ নায়ক ত‌ারেক রহমান রাখ‌ছেন ।

‌নেতা কর্মি‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, আপনারা ঐক্যবদ্ধ থাক‌বেন, আপনারা ঐক্যবদ্ধ ভা‌বে দেশ নায়ক তা‌রেক রহমান ও দেশমাতা আ‌পোষহীন নেত্রী তিন বা‌রের  সাবেক প্রধানমন্ত্র্রী  বেগম খা‌লেদা জিয়ার হাত‌কে শ‌ক্তি শালী কর‌বেন। কো‌নো শ‌ক্তিই  আপনা‌দের  বি‌চ্ছিন্ন কর‌তে পার‌বে না।

এসময়  তার ক‌র্মি সমর্থকরা স্লোগান দেন গৌরনদী আ‌গৈলঝাড়ার  মা‌টি   সজল ভাই‌য়ের ঘা‌টি, সা‌থে সা‌থে তি‌নি(সজল ) নেতা ক‌র্মি‌দের উ‌দ্দে‌শ্যে বলেন  গৌরনদী আ‌গৈলঝাড়ার মা‌টি  আপনা‌দের ঘা‌টি, বিএন‌পির ঘা‌টি, খা‌লেদা জিয়ার ঘা‌ট‌ি তা‌রেক রহমা‌নের ঘা‌টি।

ব‌রিশাল জেলা উত্তর বিএন‌পির অন্যতম নেতা সাংবা‌দিক জহুরুল ইসলাম জ‌হি‌রের সভাপ‌তি‌ত্বে গৌরনদী বাসস্ট্যা‌ন্ডের পথসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য  কা‌লে এসব কথা ব‌লেন   বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি দল  বিএন‌পির কে‌ন্দ্রিয় স্থায়ী ক‌মি‌টির সদস্য, বাংলা‌দেশ সুপ্রীম কো‌র্টের আইনজী‌বি  জাতীয়তাবা‌দি আইনজী‌বি ফোরা‌মেন সাধারান সম্পাদক এড গাজী কামরুল ইসলাম সজল  ।

ঝড় বৃ‌স্টি উ‌পেক্ষা ক‌রে হাজার হাজার নেতা ক‌র্মি ও সমর্থকরা উপ‌স্থিত হয়ে তা‌দের প্রা‌ণের নেতা কে‌ন্দ্রিয় বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য, বাংলা‌দেশ সুপ্রীম কো‌র্টের  আইনজীবী জন‌নেতা গাজী কামরুল ইসলাম সজল‌কে বরন ক‌রে নেন

এসময় উা‌স্থিত ছি‌লেন, বিএন‌পি নেতা ও  পৌরসভার সা‌বেক ক‌মিশনার বীর মু‌ক্তি‌যোদ্ধা শাহ আলম ফ‌কির বিএন‌পি নেতা  প্রভাষক আব্দুল আইয়াল লোকমান,  বিএন‌পি নেতা ও সরিকল ইউ‌পির সা‌বেক ‌চেয়ারম্যান মঞ্জুর হো‌সেন মিলন,চাদশীর সা‌বেক চেয়ারম্যান তাইফুর রহমান ক‌চি, বি‌এন‌পি নেতা  ও সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের সা‌বেক এ‌জিএস  জামাল হাওলাদার, ব‌রিশাল জেলা উত্তর বিএন‌পির নেতা মাসুদ হাসান তালুকদার মিটু, ‌ব‌রিশাল  জেলা  উত্তর যুবদল যুগ্ন আহবায়ক গোলাম মো‌র্শেদ মাসুদ,  উপ‌জেলা যুবদল নেতা এম এ গফুর সরদার, উপ‌জেলা যুবদল আব্বায়ক  ম‌নির হো‌সেন হাওলাদার,, সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের সা‌বেক  জি এস ফুয়াদ  সরদার, যুবদল নেতা রাসেল হাওলাদার, মশিউর রহমান , মাসুদ সহ নেতৃবৃন্দ।।

এ‌ডিট:  টি এম তু‌হিন