সংবাদ শিরোনাম :
গরীবের ডাক্তারের ফ্রি মেডিকেল ক্যাম্প
এখনই সময় ডেস্ক :
- আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পঠিত
বরিশাল :
গরীবের ডাক্তার খ্যাত মানবিক ডাক্তার মাহবুব আলম মির্জা আগামীকাল আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত এলাকা শাহেবের হাট এলাকায় গরীব রোগিদের জন্য ফ্রি চিকিৎসা প্রদান করবেন। আপনার এলাকার গরীব দুস্থ্য ও অসহায় রোগিদের ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঠিয়ে দিন।
আগামীকাল ১৬ই সেপ্টেম্বর সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোগি দেখবেন।
আয়োজনে :গৌরনদীর হলিকেয়ার ক্লিনিক ।
সার্বিক ব্যবস্থাপনায় : সৈয়দ আহসান মিঠু , মালিক, হলি কেয়ার ক্লিনিক,গৌরনদী দক্ষিন বিজয়পুর ।