সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

গরু বোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে বেপারী নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৯
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ণ

বরগুনায় গরু বোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে মো. মান্নান (২৮) নামে এক বেপারী নিহত হয়েছেন। নিহত মো. মান্নান বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া এলাকার মো. আজিজের ছেলে।

শুক্রবার (০৯ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোরবানি উপলক্ষে বাজার থেকে গরু কিনে ট্রাকে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন মান্নান। এ সময় তিনি ট্রাকের পেছনে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এরপর ট্রাক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে মান্নানের মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মান্নানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD