গাংনীতে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

- আপডেট সময় : ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩৮ বার পঠিত
গাংনীতে শুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য, সরকারি অনুদানের শাড়ী, কম্বল এবং টিসিবির মালামালসহ ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আজমাইন হোসেন টুটুলকে তার বাড়ী থেকে আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ধলা গ্রামের মেম্বর আজমাইন হোসেন টুটুলের বাড়ীতে অবৈধ অস্ত্র ও সরকারি ত্রাণের মালামাল এবং টিসিবির মালামাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে।
এসময় তাকে জিজ্ঞাসাবাদে ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, এবং সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, টুটুল বিগত সময়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে বিএনপির মিছিল মিটিং সমাবেশে এ যোগদান করছেন।
এব্যাপারে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মেম্বর টুটুলকে তার নিজ বাড়ী থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।