ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২০ বার পঠিত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনি চিকিৎসকেরা বলেছেন, বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নেওয়া এমন দুইটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে একটি স্কুল গাজা সিটিতে এবং আরেকটি জাবালিয়ায়। ওই দুই স্কুলে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলেছেন, গাজা সিটিতে এক বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় শনিবারেই মোটে ২৮ জন নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জিহাদ এবং ফাতাহ গ্রুপ বলেছে, তারা গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে।

গত ১১ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। কূটনৈতিকভাবে অসংখ্যবার এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

ট্যাগস :

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৬১

আপডেট সময় : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনি চিকিৎসকেরা বলেছেন, বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নেওয়া এমন দুইটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে একটি স্কুল গাজা সিটিতে এবং আরেকটি জাবালিয়ায়। ওই দুই স্কুলে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলেছেন, গাজা সিটিতে এক বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় শনিবারেই মোটে ২৮ জন নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জিহাদ এবং ফাতাহ গ্রুপ বলেছে, তারা গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে।

গত ১১ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। কূটনৈতিকভাবে অসংখ্যবার এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।