গাজায় মসজিদে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১৮
- আপডেট সময় : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৩ বার পঠিত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার কেন্দ্রীয় গাজার দেইর আল-আল বালাতে আল-আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা মসজিদটি বাস্তুচ্যুত লোকদের আবাসস্থল ছিল।
এর আগে ইসরায়েলি বিমান বাহিনী দেইর আল-বালাতে মসজিদে হামলার কথা নিশ্চিত করে। তারা দাবি করেছে, ওই মসজিদ হামাস ব্যবহার করত। ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও আইডিএফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য হামাস সন্ত্রাসীরা মসজিদটি কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করত।
তবে হামলায় কতজন নিহত হয়েছে- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে শুধু গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।