সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৪
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের মনোয়ার হোসেন (২৫) এবং নোয়াখালীর পাভেল (২৩) ও পিয়াস (২০)।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী শিহাব খান জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সাথে পাশের ভবনের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেছে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD