সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

গায়ানায় আজ তৃতীয় টি-২০, জয়ের লক্ষ্যে লড়বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১১৯
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৩:২২ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো জয়শূন্য বাংলাদেশ দল। দুই টেস্টের পর ক্যারিবিয়ানে খুদে ফরম্যাটেও একটি ম্যাচ হেরেছে সফরকারী দল। ডমিনিকায় বৃষ্টিতে প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৫ রানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে উইন্ডিজরা।

গায়ানায় আজ সিরিজ-নির্ধারণী তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে। যেখানে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। একই সঙ্গে এই সফরে জয়ের খাতা খোলার সুযোগও টাইগারদের সামনে।

গায়ানায় সিরিজের তৃতীয় টি-২০ তে উইন্ডিজদের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রভিডেন্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সম্প্রচার করবে।

সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। তবে জয়ের স্বস্তি খুঁজে পাওয়া সহজ হবে না বাংলাদেশ দলের জন্য। সংক্ষিপ্ত সংস্করণে উইন্ডিজরা বরাবরই শক্তিশালী দল। ডমিনিকায় দ্বিতীয় ম্যাচে আগুনে ব্যাটিংয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা। আজ রোভম্যান পাওয়েল, ব্রেন্ডন কিংদের ব্যাটিংয়ে লাগাম টানাই বড় চ্যালেঞ্জ হবে মুস্তাফিজ-তাসকিনদের জন্য। সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতেই হবে লিটন দাস-মাহমুদউল্লাহদের।

গায়ানার কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের একাদশে আজ পরিবর্তন আসতে পারে। দল সূত্রে জানা গেছে, পেস বোলার একজন কমানো হতে পারে। ডমিনিকায় তিন পেসার খেলেছিলেন। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। এ ফরম্যাটে দেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও সুবিধা করতে পারেননি। আজ একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

দ্রুতগতির বোলিং সবসময় ভালো খেলে ক্যারিবিয়ানরা। সেক্ষেত্রে স্পিনারদের ঘূর্ণি জাদু হতে পারে স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যাটিং-ছন্দ নষ্ট করার বড় অস্ত্র।

গায়ানার এই মাঠে ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথম বার হারিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালেও এই মাঠে উইন্ডিজদের বিরুদ্ধে ওয়ানডে জিতেছিল মাশরাফি বাহিনী। আজ পুরোনো স্মৃতি প্রেরণা হতে পারে টাইগারদের।

এদিকে সিরিজের দ্বিতীয় টি-২০ তে নির্ধারিত সময়ে ২০ বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ দল। তাই শাস্তি পেতে হয়েছে পুরো দলকে। ‌স্লো ওভার রেটের কারণে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মাহমুদউল্লাহ বাহিনীকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন।

টি-২০ এরপর গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ দল। আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD