ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদী‌তে আবার সড়‌কে ঝড়‌লো প্রাণ

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৫৯ বার পঠিত

ঢাকা বরিশাল মহাসড়‌কের বরিশাল জেলার গৌরনদী পৌরসভাধীন টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নীলখোলা পানের আড়‌তের সাম‌নে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ৩০ ।

আজ শ‌নিবার অনুমান ১১.৪৫ ঘটিকার সময় ঢাকা হতে বরিশাল গামী শ্রাবনী পরিবহন বরগুনা-ব-১১-০০৩৫ ঘটনাস্থল গৌরনদী পৌরসভাধীন টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নীলখোলা পানের আড়ৎ এর সামনে বরিশাল-ঢাকা মহাসড়কের উপর পৌছিলে
নীলখোলা-ধানডোবা গামী লিং রোড হতে টরকী বন্দর গামী ব‍্যাটারী চালিত ভ‍্যান গাড়ী যাত্রীসহ মহাসড়কের উপর উঠলে উক্ত পরিবহনটি দ্রুতগতিতে ভ‍্যানের উপর দিয়ে উঠিয়ে দিলে ভ‍্যানে থাকা চালক ও যাত্রী ১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, ২নং বার্থী ইউনিয়ন, থানা-গৌরনদী, জেলা-বরিশাল নিহত হয়। অপর ভ্যানের যাত্রী ১। সোহাগী বেগম (২৫),স্বামী : রুবেল সরদার (৩০),২। মেয়ে : সানজিদা আক্তার (৩),সাং- ধানডোবা ও ভ‍্যান চালক জাহিদ বিশ্বাস (৩০), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-ধানডোবা, ২নং বার্থী ইউনিয়ন,থানা-গৌরনদী,জেলা-বরিশাল আহত হয় । সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল মৃত্যু ঘোষণা করেন। হাইওয়ে থানা পুলিশ নিহত ১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন‍্য শেবাচিম হাসপাতাল বরিশাল রেফার্ড করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনায় কবলিত পরিবহন ও ভ‍্যান হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। পরিবহনের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার পলাতক। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

ট্যাগস :

গৌরনদী‌তে আবার সড়‌কে ঝড়‌লো প্রাণ

আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ঢাকা বরিশাল মহাসড়‌কের বরিশাল জেলার গৌরনদী পৌরসভাধীন টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নীলখোলা পানের আড়‌তের সাম‌নে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ৩০ ।

আজ শ‌নিবার অনুমান ১১.৪৫ ঘটিকার সময় ঢাকা হতে বরিশাল গামী শ্রাবনী পরিবহন বরগুনা-ব-১১-০০৩৫ ঘটনাস্থল গৌরনদী পৌরসভাধীন টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে নীলখোলা পানের আড়ৎ এর সামনে বরিশাল-ঢাকা মহাসড়কের উপর পৌছিলে
নীলখোলা-ধানডোবা গামী লিং রোড হতে টরকী বন্দর গামী ব‍্যাটারী চালিত ভ‍্যান গাড়ী যাত্রীসহ মহাসড়কের উপর উঠলে উক্ত পরিবহনটি দ্রুতগতিতে ভ‍্যানের উপর দিয়ে উঠিয়ে দিলে ভ‍্যানে থাকা চালক ও যাত্রী ১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, ২নং বার্থী ইউনিয়ন, থানা-গৌরনদী, জেলা-বরিশাল নিহত হয়। অপর ভ্যানের যাত্রী ১। সোহাগী বেগম (২৫),স্বামী : রুবেল সরদার (৩০),২। মেয়ে : সানজিদা আক্তার (৩),সাং- ধানডোবা ও ভ‍্যান চালক জাহিদ বিশ্বাস (৩০), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-ধানডোবা, ২নং বার্থী ইউনিয়ন,থানা-গৌরনদী,জেলা-বরিশাল আহত হয় । সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল মৃত্যু ঘোষণা করেন। হাইওয়ে থানা পুলিশ নিহত ১। সাইদুল হাওলাদার (৩৭)দেলোয়ার হোসেন হাওলাদার সাং-ধানডোবা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন‍্য শেবাচিম হাসপাতাল বরিশাল রেফার্ড করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনায় কবলিত পরিবহন ও ভ‍্যান হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। পরিবহনের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার পলাতক। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।