গৌরনদীতে ইকরা মাদ্রাসার ভবন উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন

- আপডেট সময় : ০৯:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৮৩ বার পঠিত
গৌরনদী বিএম বেলাল
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী বীরদের রূহের মাগফিরত কামনা ও বরিশালের গৌরনদীর অন্যতম ইসলামী বিদ্যাপিঠ “ইকরা নূরানী ক্যাডেট মাদরাসা”র নতুন ভবনের শুভ উদ্বোধন এবং ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় করেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ।
গৌরনদীর পৌরসভার চরগাধালী এলাকায় গতকাল সাড়ে ১১টায় ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। উদ্বোধন শেষে ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভায় পীরে কামেল ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নূরানী তালীমূল কোরআন বোর্ডের মহাসচিব হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান। পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ মোকসেদ আলম, সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারন সম্পাদক ডা. মো.শাহ্আলম, অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার, মাদরাসার পরিচালক মো. কামাল হোসেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল-প্রমূখ।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী বীরদের রূহের মাগফিরত কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর জামিয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম ক্বারী আব্দুল আজিজ।