গৌরনদীতে একদিনে নামজারি কার্যক্রমের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৩২ বার পঠিত
গৌরনদী
ভূমি অফিসের সাথে জনসাধারনের সম্পৃক্ত ও দালাল মুক্ত করতে ১দিনে নামজারি সম্পন্ন করার লক্ষ্যে
বরিশালের গৌরনদীতে একদিনে নামজারি কার্যক্রম ও সেবাকুঞ্জ বুথ স্থাপন করা হয়েছে।
৩১ জন সুবিধাভোগীদের নামজারির মাধ্যমে সেবাকুঞ্জ বুথ
বৃহস্পতিবার দুপুরে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।
বক্তব্য রাখেন সর্ভেয়ার সিরাজুল ইসলাম, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিসেল আল-সাদি,
মোঃ সাইদুজ্জামান রিফাদ, মোঃ আব্বাস আলী , মো. ছরোয়ার হোসেন-প্রমুখ।
শেষে ৩১ জন সুবিধাভোগীদের নামজারির মাধ্যমে সেবাকুঞ্জ বুথ উদ্ধোধন
ও শতাধিক ব্যক্তিকে বিভিন্য সেবা প্রদান করা হয় বলে জানান,
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।