ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‌গৌরনদী‌তে ব‌সের চাপায় একজন নিহত

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১১৬ বার পঠিত

ঢাকা থে‌কে ব‌রিশা‌লগামী লা‌বিবা প‌রিবহ‌নের চাপায় অন‌্য গাড়ীর স্টাফ নিহত । চালক পলাতক, ঘাতক বাস‌টি আটক ক‌রে‌ছেন হাইও‌য়ে পু‌লিশ।

গৌরনদী হাইও‌য়ে থানা সুত্র জানায়, দুপুর দেড়টার দি‌কে ঢাকা থে‌কে ব‌রিশাল গামী লা‌বিবা প‌রিবহন বেপ‌রোয়া গ‌তি‌তে চল‌ছি‌লো। ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের কটকস্থল মেসার্স আরিফ ফি‌লিং সেটশ‌নের সাম‌নে এক পথচা‌রি‌কে চাপা দেয়। আহত ব‌্যক্তিতে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়া হ‌লে তি‌নি মারা যান। নিহতর বা‌ড়ি ঢাকা জেলার দ‌ক্ষিন কেরানীগঞ্জ থানার ইকু‌রিয়া গ্রা‌মের মৃত সদর আলীর ছে‌লে মো.ম‌ফিজুল ইসলাম, তি‌নি অন‌্য এক‌টি গাড়ীর সট‌্যাফ ছি‌লেন ব‌লে জানা যায় ।

গৌরনদী হাইও‌য়ে থানার অ‌ফিসার ইন চার্জ মো. আমিনুর রহমান জানান, ঘাতক বাস‌টি ফে‌লে চালক পা‌লি‌য়ে যায়,বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে । লাশ ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ট্যাগস :

‌গৌরনদী‌তে ব‌সের চাপায় একজন নিহত

আপডেট সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা থে‌কে ব‌রিশা‌লগামী লা‌বিবা প‌রিবহ‌নের চাপায় অন‌্য গাড়ীর স্টাফ নিহত । চালক পলাতক, ঘাতক বাস‌টি আটক ক‌রে‌ছেন হাইও‌য়ে পু‌লিশ।

গৌরনদী হাইও‌য়ে থানা সুত্র জানায়, দুপুর দেড়টার দি‌কে ঢাকা থে‌কে ব‌রিশাল গামী লা‌বিবা প‌রিবহন বেপ‌রোয়া গ‌তি‌তে চল‌ছি‌লো। ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের কটকস্থল মেসার্স আরিফ ফি‌লিং সেটশ‌নের সাম‌নে এক পথচা‌রি‌কে চাপা দেয়। আহত ব‌্যক্তিতে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়া হ‌লে তি‌নি মারা যান। নিহতর বা‌ড়ি ঢাকা জেলার দ‌ক্ষিন কেরানীগঞ্জ থানার ইকু‌রিয়া গ্রা‌মের মৃত সদর আলীর ছে‌লে মো.ম‌ফিজুল ইসলাম, তি‌নি অন‌্য এক‌টি গাড়ীর সট‌্যাফ ছি‌লেন ব‌লে জানা যায় ।

গৌরনদী হাইও‌য়ে থানার অ‌ফিসার ইন চার্জ মো. আমিনুর রহমান জানান, ঘাতক বাস‌টি ফে‌লে চালক পা‌লি‌য়ে যায়,বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে । লাশ ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।