ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদী‌তে মাদক বিরোধী বি‌ক্ষোভ মি‌ছিল সমা‌বেশ

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পঠিত

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার প্রবেশদার ভুরঘাটা বাসস্ট‌্যা‌ন্ডে আজ বুধবার ‌বিকাল তিনটায় মাদক বি‌রোধী বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

স্থানীয় যুব সমা‌জের উদ্যো‌গে খাঞ্জাপুর হাইস্কু‌লের অব শিক্ষক আলি আজগর র সভাপ‌তি‌ত্বে
সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছি‌লেন গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ ও‌সি মো:ইউনুস মিয়া ।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ‌গৌরনদী উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ফজলুল হক সরদার , বিএন‌পি নেতা মাস্টার মজিবর রহমান, খাঞ্জাপুর ইউনিয়ন বিএন‌পির যুগ্ন আহবায়ক মো সালাউদ্দিন । ‌বিএন‌পি নেতা চুন্নু মজুমদার,সামচুল হক, যুবদল নেতা কাওছার তালুকদার, এনাম তালুকতার জু‌য়েল, সুজন খন্দকার প্রমুখ ।

মাদক কারবা‌রি‌দের ও সেবনকা‌রি‌দের দৌরা‌ত্বে গোটা এলাকার যুব সমাজ ধ্বং‌শের পর্যা‌য়ে পৌ‌ছে যাওয়ায় অত্র
ভুরঘাটা খাঞ্জাপুর,মেদাকুল বাকাই ইল্লা সহ বি‌ভিন্ন এলাকার নেতৃবৃন্দরা মি‌ছিল সহ সমা‌বে‌শে উপ‌স্থিত হন।

মাদক কারবা‌রি‌দের গ্রেফতার করার জন‌্য থানার ও‌সির কা‌ছে জোড়দা‌বি জানান ।

ট্যাগস :

গৌরনদী‌তে মাদক বিরোধী বি‌ক্ষোভ মি‌ছিল সমা‌বেশ

আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার প্রবেশদার ভুরঘাটা বাসস্ট‌্যা‌ন্ডে আজ বুধবার ‌বিকাল তিনটায় মাদক বি‌রোধী বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

স্থানীয় যুব সমা‌জের উদ্যো‌গে খাঞ্জাপুর হাইস্কু‌লের অব শিক্ষক আলি আজগর র সভাপ‌তি‌ত্বে
সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছি‌লেন গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ ও‌সি মো:ইউনুস মিয়া ।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ‌গৌরনদী উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ফজলুল হক সরদার , বিএন‌পি নেতা মাস্টার মজিবর রহমান, খাঞ্জাপুর ইউনিয়ন বিএন‌পির যুগ্ন আহবায়ক মো সালাউদ্দিন । ‌বিএন‌পি নেতা চুন্নু মজুমদার,সামচুল হক, যুবদল নেতা কাওছার তালুকদার, এনাম তালুকতার জু‌য়েল, সুজন খন্দকার প্রমুখ ।

মাদক কারবা‌রি‌দের ও সেবনকা‌রি‌দের দৌরা‌ত্বে গোটা এলাকার যুব সমাজ ধ্বং‌শের পর্যা‌য়ে পৌ‌ছে যাওয়ায় অত্র
ভুরঘাটা খাঞ্জাপুর,মেদাকুল বাকাই ইল্লা সহ বি‌ভিন্ন এলাকার নেতৃবৃন্দরা মি‌ছিল সহ সমা‌বে‌শে উপ‌স্থিত হন।

মাদক কারবা‌রি‌দের গ্রেফতার করার জন‌্য থানার ও‌সির কা‌ছে জোড়দা‌বি জানান ।