ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‌গৌরনদীতে লন্ডন প্রবাসীর খেলাধুলা সামগ্রী বিতরন

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫০ বার পঠিত

তারু‌ন্যের উৎসব ২৫ উপল‌ক্ষে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মানদ‌ন্ডের সেই উদ্যোগ নি‌য়ে‌ছেন সুদুর লন্ডন প্রবাসী ও ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার টরকীর বা‌সিন্দা সমাজ সেবক ও ক্রীড়া ব‌্যক্তিত্ব মো: ফি‌রোজ হো‌সেন মোল্লা ।

গৌরনদী উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও অ-রাজ‌নৈ‌তিক সংগঠনগু‌লো‌কে ১৪ জ‌নের সেট ক‌রে ‌খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়। টরকী বন্দর ভিক্টরী মাধ‌্যমিক বিদ‌্যালয় প্রাঙ্গ‌নে অনুষ্ঠা‌নের মধ‌্য দি‌য়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেট ব‌্যাট,বল ,স্ক‌সটেপ,ভ‌লিবল জা‌র্সি ও নেট সহ খেলা ধুলার সামগ্রী বিতরন করা হ‌য়।

এসময় উপ‌স্থিত থা‌কেন আয়োজক আরাফাত রহমান কো‌কো ফাউন্ডেশ‌নের লন্ডন শাখার অন‌্যতম নেতা মো: ফি‌রোজ মোল্লা, প্রধান অ‌তি‌থি ছি‌লেন আগৈলঝাড়ার গৈলা ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান বিএন‌পি নেতা আবুল হে‌সেন লাল্টু, বক্তব‌্য রা‌খেন ইতালী প্রবাসী ও লেখক সমাজ সেবক মো: মিজানুর রহমান মু‌ন্সি, সা‌বেক ছাত্র নেতা জ‌সিম শরীফ উপস্থানায় সাংবা‌দিক ম‌নিরুজ্জামান সরদার প্রমুখ ।

ট্যাগস :

‌গৌরনদীতে লন্ডন প্রবাসীর খেলাধুলা সামগ্রী বিতরন

আপডেট সময় : ০২:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

তারু‌ন্যের উৎসব ২৫ উপল‌ক্ষে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মানদ‌ন্ডের সেই উদ্যোগ নি‌য়ে‌ছেন সুদুর লন্ডন প্রবাসী ও ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার টরকীর বা‌সিন্দা সমাজ সেবক ও ক্রীড়া ব‌্যক্তিত্ব মো: ফি‌রোজ হো‌সেন মোল্লা ।

গৌরনদী উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও অ-রাজ‌নৈ‌তিক সংগঠনগু‌লো‌কে ১৪ জ‌নের সেট ক‌রে ‌খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়। টরকী বন্দর ভিক্টরী মাধ‌্যমিক বিদ‌্যালয় প্রাঙ্গ‌নে অনুষ্ঠা‌নের মধ‌্য দি‌য়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেট ব‌্যাট,বল ,স্ক‌সটেপ,ভ‌লিবল জা‌র্সি ও নেট সহ খেলা ধুলার সামগ্রী বিতরন করা হ‌য়।

এসময় উপ‌স্থিত থা‌কেন আয়োজক আরাফাত রহমান কো‌কো ফাউন্ডেশ‌নের লন্ডন শাখার অন‌্যতম নেতা মো: ফি‌রোজ মোল্লা, প্রধান অ‌তি‌থি ছি‌লেন আগৈলঝাড়ার গৈলা ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান বিএন‌পি নেতা আবুল হে‌সেন লাল্টু, বক্তব‌্য রা‌খেন ইতালী প্রবাসী ও লেখক সমাজ সেবক মো: মিজানুর রহমান মু‌ন্সি, সা‌বেক ছাত্র নেতা জ‌সিম শরীফ উপস্থানায় সাংবা‌দিক ম‌নিরুজ্জামান সরদার প্রমুখ ।