সংবাদ শিরোনাম :
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রিপনের ভাতিজা কলেজছাত্র আজাদের মৃত্যু

এখনই সময় ডেস্ক :
- আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১৩৬ বার পঠিত
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন কালীবাড়ি এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র শাহারিয়ার আজাদ (১৮) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শাহারিয়ার আজাদ বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী এলাকার বাসিন্দা, স্কুল শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ বেপারীর নাতি এবং দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপনের ছোট ভাই পুলিশ সদস্য মো. আজাদ বেপারী লিটুর একমাত্র ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।