ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‌গৌরনদী‌তে ৭ ন‌ভেম্বর র আ‌লোচনা

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১০১ বার পঠিত

৭ ই ন‌ভেম্বর বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে গৌরনদী উপ‌জেলা বিএন‌পির একাংশর উ‌দ্যো‌গে সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে । আজ শুক্রবার বি‌কে‌লে ‌গৌরনদী উপ‌জেলার ইউ‌নিয়ন ও গৌরনদী পৌরসভার বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতা ক‌র্মিরা মি‌ছিল নি‌য়ে উপ‌স্থিত হয়।

টরকী পু‌লিশ ফাড়ীর সাম‌নে ট্রাক স্ট্যা‌ন্ডে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব্য রা‌খেন ৮০ দশ‌কের ছাত্র নেতা গৌরনদী উপ‌জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক ও কে‌ন্দ্রিয় নেতা এস এম ম‌নির উর জামান ম‌নির ।

বক্তব্য রা‌খেন, উপ‌জেলা বিএন‌পির অন্যতম নেতা সাংবা‌দিক জহুরুল র‌সিলাম জ‌হির, উত্তর জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক সা‌বেক চেয়ারম্যান মঞ্জুর হো‌সেন মিলন , তাইফুর রহমান ক‌চি, জেলা উত্ত‌র যুবদ‌লের যুগ্ন সদস্য স‌চিব গোলাম মো‌র্শেদ মাসুদ প্রমুখ । সভায় সাত‌টি ইউ‌নিয়ন ও পৌরসভা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতা ক‌র্মি ও সমর্থকগন ।

ট্যাগস :

‌গৌরনদী‌তে ৭ ন‌ভেম্বর র আ‌লোচনা

আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

৭ ই ন‌ভেম্বর বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে গৌরনদী উপ‌জেলা বিএন‌পির একাংশর উ‌দ্যো‌গে সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে । আজ শুক্রবার বি‌কে‌লে ‌গৌরনদী উপ‌জেলার ইউ‌নিয়ন ও গৌরনদী পৌরসভার বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতা ক‌র্মিরা মি‌ছিল নি‌য়ে উপ‌স্থিত হয়।

টরকী পু‌লিশ ফাড়ীর সাম‌নে ট্রাক স্ট্যা‌ন্ডে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব্য রা‌খেন ৮০ দশ‌কের ছাত্র নেতা গৌরনদী উপ‌জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক ও কে‌ন্দ্রিয় নেতা এস এম ম‌নির উর জামান ম‌নির ।

বক্তব্য রা‌খেন, উপ‌জেলা বিএন‌পির অন্যতম নেতা সাংবা‌দিক জহুরুল র‌সিলাম জ‌হির, উত্তর জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক সা‌বেক চেয়ারম্যান মঞ্জুর হো‌সেন মিলন , তাইফুর রহমান ক‌চি, জেলা উত্ত‌র যুবদ‌লের যুগ্ন সদস্য স‌চিব গোলাম মো‌র্শেদ মাসুদ প্রমুখ । সভায় সাত‌টি ইউ‌নিয়ন ও পৌরসভা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতা ক‌র্মি ও সমর্থকগন ।