ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একাধিক মামলার আসামী গৌরনদীর সা‌বেক মেয়র হা‌রিছ গ্রেফতার

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩৪৫৫ বার পঠিত

গৌরনদী উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক গৌরনদী পৌরসভার সা‌বেক মেয়র গৌরনদীর ত্রাস ও সন্ত্রাসী বা‌হিনীর প্রধান হা‌রিছুর রহমান গ্রেফতার ।

জানা গে‌ছে, গৌরনদী ম‌ডেল থানায় দা‌য়েরকৃত বি‌ভিন্ন মামলার আসামী, কোনটায় সরাস‌রি ও কোনটায় নি‌র্দেশ দাতা হিসা‌বে হা‌রিছুর রহমা‌নের না‌মে মামলাগু‌লো র‌য়ে‌ছে । এর ম‌ধ্যে হত্যা বি‌স্ফোরক,হত্যার উ‌দ্যে‌শে হামলা জখমসহ মামলা র‌য়ে‌ছে হা‌রি‌ছের বিরু‌দ্ধে ।

‌গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ মো: ইউনুস মিয়া জানান, গৌরনদী ম‌ডেল থানায় মামলার প‌রি‌প্রে‌ক্ষি‌তে বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় । হা‌রিছ‌কে ট্রেস ক‌রে পাওয়ার প‌রে ঢাকার রামপুরার বনশ্রী‌তে নি‌জের ভাড়া করা এক‌টি বাসা থে‌কে রামপুরা থানা সহ‌যো‌গিতায় এস আই ম‌নিবুর রহমান সুজন, এস আই আব্দুল হক ও সঙ্গীয় ফোর্স হা‌রিছ‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হন। ভোররা‌তে রে‌কি ক‌রে আজ সকাল সা‌রে ছয়টায় তা‌কে নিজ বাসা থে‌কে আটক ক‌রেন।

আজই তা‌কে (হা‌রিছ‌কে) নি‌য়ে গৌরনদীর উ‌দ্যে‌শে নি‌য়ে যাওয়া হ‌বে এবং আদাল‌তে হা‌রি‌ছের জন্য ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন করা হ‌বে ব‌লে জানান ।

ট্যাগস :

একাধিক মামলার আসামী গৌরনদীর সা‌বেক মেয়র হা‌রিছ গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

গৌরনদী উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক গৌরনদী পৌরসভার সা‌বেক মেয়র গৌরনদীর ত্রাস ও সন্ত্রাসী বা‌হিনীর প্রধান হা‌রিছুর রহমান গ্রেফতার ।

জানা গে‌ছে, গৌরনদী ম‌ডেল থানায় দা‌য়েরকৃত বি‌ভিন্ন মামলার আসামী, কোনটায় সরাস‌রি ও কোনটায় নি‌র্দেশ দাতা হিসা‌বে হা‌রিছুর রহমা‌নের না‌মে মামলাগু‌লো র‌য়ে‌ছে । এর ম‌ধ্যে হত্যা বি‌স্ফোরক,হত্যার উ‌দ্যে‌শে হামলা জখমসহ মামলা র‌য়ে‌ছে হা‌রি‌ছের বিরু‌দ্ধে ।

‌গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ মো: ইউনুস মিয়া জানান, গৌরনদী ম‌ডেল থানায় মামলার প‌রি‌প্রে‌ক্ষি‌তে বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় । হা‌রিছ‌কে ট্রেস ক‌রে পাওয়ার প‌রে ঢাকার রামপুরার বনশ্রী‌তে নি‌জের ভাড়া করা এক‌টি বাসা থে‌কে রামপুরা থানা সহ‌যো‌গিতায় এস আই ম‌নিবুর রহমান সুজন, এস আই আব্দুল হক ও সঙ্গীয় ফোর্স হা‌রিছ‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হন। ভোররা‌তে রে‌কি ক‌রে আজ সকাল সা‌রে ছয়টায় তা‌কে নিজ বাসা থে‌কে আটক ক‌রেন।

আজই তা‌কে (হা‌রিছ‌কে) নি‌য়ে গৌরনদীর উ‌দ্যে‌শে নি‌য়ে যাওয়া হ‌বে এবং আদাল‌তে হা‌রি‌ছের জন্য ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন করা হ‌বে ব‌লে জানান ।