গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার তুষার আর নেই
- আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পঠিত
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার ও
গৌরনদী উপজেলা বিএনপির নেতা হোসাইন মোহাম্মাদ তুষার আর নেই । ইন্নালিল্লাহ রাজেউন ।
জ্বরে ভুগছিলেন, এরপরে ঢাকার বাসায় বসে ব্রেন্ট স্ট্রক করলে বারডেম হাসপাতালে নেয়ার পথে দুপুর ২:৪০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
তিনি দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন । ব্রেন্ড স্ট্রক করে তিনি ইন্তেকাল করেন ।
মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক (৫০ ) তিনি দাম্পত্য জীবনে অবিবাহিত ছিলেন । বৃদ্ধ মা দুই ভাই দুই বোন ও অসংখ্য আত্বীয় সজন রেখে গেছেন।
হোসাইন মোহম্মাদ তুষার গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ড (উত্তর বিজয়পুর,শাওড়া গোপবর্ব্ধন)র নির্বচিত কমিশনার ছিলেন ।
ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি নেয়ার পরে নিজবাড়ি পৌর এলাকার গোবর্ব্ধন গ্রামের (বড়বাড়ি) সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।