গৌরনদী প্রেসক্লাবে হামলা লুটপাট
- আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১১৭ বার পঠিত
৫ আগস্ট ২০২৪ দুপুরে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর খবর পাওয়ার সাথে সাথে সারা দেশব্যাপী অরাজগতা,হামলা ভাংচুর ও লুটপাটের মহচ্ছপ শুরু হয়। তেমনী বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবও রক্ষা পায় নি ।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ৫ আগস্ট দুপুর তিনটার দিকে বাসস্ট্যান্ড থেকে শত শত কিশোর টোকাই ও যুবকরা লাঠিসোটা নিয়ে দৌড়দিয়ে পশ্চিম দিকে যায়। বিভিন্ন দোকানপাটে লাঠির দারা আঘাত করে এবং একদল টিএন্ডটির সামনে একটি ভবনের দোতালায় গৌরনদী প্রেসক্লাবে ওঠে দরজার তালা ভেঙ্গে হামলা ভাংচুর চালায়। এসময় অনেকেই চেয়ার, টেবিল,আইপিএস, ব্যাটারী,ফ্যান লুট করে নিয়ে যায়! আলমারি ভেঙ্গে কাগজপত্র বের করে আগুন দেয়।
এদৃশ্য অনেকে দুর থেকে দেখেছেন , ভয়ে কেউ হামলাকারিদের সামনে এসে প্রতিবাদ করেন নি।
প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান,সাধারনস সম্পাদক উত্তম দাস ও অন্যান্ন পদ পদবীধারিরা ওইদিনই পালিয়ে যান।