গৌরনদীতে হারিছের নামে আরও এক মামলা

- আপডেট সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৫১৫ বার পঠিত
গৌরনদীর গডব্রাদার সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত হারিছ বাহিনীর হারিছের নামে আরও একটি মামলা রুজু করা হয়েছে গৌরনদী মডেল থানায় । এিনিয়ে সন্ত্রাসী হারিছের নামে গৌরনদী মডেল থানায় দুটি মামলা রুজু হলো। ৯ অক্টোবর রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি রুজু করা হয় ।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারী বিবাদীগন বাদি শরীফ সাহাবুব হাসানের দোকানে অনাধিকার প্রবেশ হামলা চালিয়ে তাকে মারধর করে ৬ লক্ষ টাকা চাদা দাবি করে । প্রথম ২০ হাজার টাকা নেয় । এবং তিন লক্ষ একাশি হাজার টাকা চুরি করে নেয় ।
এসকল অপকর্ম করার নির্দেশ প্রদান করেন সাবেক মেয়র গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ত্রাস হিসাবে পরিচিত মো হারিছুর রহমান হারিছ পিতা মৃত ইদ্রিস মাতুব্বর,সাং দিয়াশুর,সাথে ছিল তার ক্যাডার ইকবাল ফকির ,পিতা লাল ফকির সাং কসবা, ইমরান মৃধা, পিং আইয়ুব মৃধা, নুরু বেপারী ও কালু বেপারী পিং মন্নান বেপারী (ইল্লা)
রুহুল , বাবুল ,,সহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় ।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ ইউনুস মিয়া জানান, ১ নং আসামী সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান পলাতক ও তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার বাসা ঢাকার বেইলি রোডে ,রমনা থানার অন্তর্গত,সেখানেও আমরা অভিযান পরিচালনার বেস্টা করতেছি উক্ত থানার মাধ্যমে ।