সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

ঘরের মাঠেই হারল মেসি-এমবাপ্পেরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ৪৩
আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ

আবারও ঘরের মাঠে হারের দেখা পেলো মেসি-এমবাপ্পেরা। রক্ষণের দুর্বলতায় তাদের দল পিএসজি গোল হজম করেছে লিওঁর। লিগ ওয়ানে ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিওঁ শিরোপা লড়াইটা জমিয়ে দিয়েছে।

আসরে প্রথম দেখায় গত বছরের সেপ্টেম্বরে লিওঁর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল পিএসজি। রবিবার রাতে শেষ দিকে অনেক আক্রমণ করেও ওই ব্যবধান আর ঘোচাতে পারেনি এমবাপ্পের দল।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে রেনের কাছে ২-০ গোলে হেরেছিল প্যারিস জায়ান্টরা।

দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ছয়ে।

২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD