সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন

ঘানায় প্রাণঘাতী মার্বাগ ভাইরাসের হানা, দু’জনের মৃত্যু

এখনই সময় ডেস্ক / ৮২
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৩:২০ পূর্বাহ্ণ

 

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এর মধ্যেই পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সম্প্রতি হানা আরেক প্রাণঘাতী মার্বাগ ভাইরাস।

এরই মধ্যে দেশটিতে মার্বাগ ভাইরাসের কারণে দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইবোলা গোত্রের অতি সংক্রমনশীল এই ভাইরাসে দেশটিতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারা।

চলতি মাসের শুরুতে ওই দুই ব্যক্তির নমুনা পরীক্ষা করে পজিটিভ ফল পাওয়া যায়।

বর্তমানে তা সেনেগালের পরীক্ষাগারেও যাচাই করা হয়েছে। ঘানার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, মার্বাগ ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ঘানার এমন তাৎক্ষণিক সিদ্ধান্তের ঘটনায় সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর আফ্রিকার পরিচালক মাতসিদিসো মোয়েতি বলেন, “এটি ভালো কারণ, দ্রুত ও তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিলে মার্বাগ হাত ফসকে যেতে পারে। মার্বাগ ভাইরাসের জন্য কোনও চিকিৎসা এখনও উদ্ভাবন হয়নি। কিন্তু ডাক্তাররা বলছেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে রোগীর বেঁচে যাওয়া সম্ভাবনা বেড়ে যায়।”

ভাইরাসটি বাদুড়ের দেহ থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে। আর মানবদেহ থেকে বের হওয়া যেকোনও তরল পদার্থের মাধ্যমে অন্য ব্যক্তি সহজেই আক্রান্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে মাথা ব্যথা, জ্বর, পেশিতে ব্যথা, রক্তবমি— এমনকি রক্তক্ষরণের মতো উপসর্গও দেখা দিতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয়দের গুহা থেকে দূরে থাকতে এবং কোনও মাংস খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে রান্না করার নির্দেশ দিয়েছেন।

 


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD