ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিসহ গ্রেপ্তার, মদ উদ্ধার ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনিত করলো পাকিস্তান বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ ‘এক কলেই থামবে ইসরায়েল-ইরান যুদ্ধ’ বিএনপির কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ নন: মুফতি ফজলুল করীম পল্টনে ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড জেলেদের লক্ষ্য করে গুলির অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে, নিখোঁজ ২ আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

চলনবিলে অবৈধভাবে মাছ শিকারের দায়ে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পঠিত

অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানি প্রবাহে বাধাগ্রস্ত করার অভিযোগে নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বাদী হয়ে থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করে আসছিলেন বিএনপির নেতা-কর্মীরা। পরে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় সিংড়া মৎস্য বিভাগ। এ সময় অবৈধ বানার বাঁধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করা হয়।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে।

সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয় এবং ৮ জনের নামে মামলা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে বাধ অপসারণ ও ৮ জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। অবৈধ বানার বাঁধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা অব্যাহত আছে।

ট্যাগস :

চলনবিলে অবৈধভাবে মাছ শিকারের দায়ে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানি প্রবাহে বাধাগ্রস্ত করার অভিযোগে নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বাদী হয়ে থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করে আসছিলেন বিএনপির নেতা-কর্মীরা। পরে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় সিংড়া মৎস্য বিভাগ। এ সময় অবৈধ বানার বাঁধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করা হয়।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে।

সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয় এবং ৮ জনের নামে মামলা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে বাধ অপসারণ ও ৮ জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। অবৈধ বানার বাঁধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা অব্যাহত আছে।