ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে জেরবার বাংলাদেশ বাদে সবাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পঠিত

বাংলাদেশ নিজেদের খানিকটা ভাগ্যবানই মনে করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানের না থাকাকে বাদ দিলে মোটামুটি পূর্ণ শক্তি নিয়েই দল সাজাতে পেরেছে। বাকি প্রায় সব দলই চোটে জেরবার। চোটের কারণে একাধিক তারকাকে ছাড়াই নামতে হচ্ছে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এই চোটের সিংহভাগ সয়েছেন পেসাররা। যদি আপনি পেস বোলিংয়ের ভক্ত হন, তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার জন্য নয়। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টে দেখা যাবে না বিশ্বের সেরা পেসারদের অধিকাংশকে।

চোটের কারণে আনরিখ নরকিয়া, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা ছিটকে গিয়েছিলেন আগেই। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে আরও দুই ধ্রুবতারার পতন হলো। পিঠের চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরা।

আর ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সেনাপতি মিচেল স্টার্ক। অধিনায়ক কামিন্স ও হ্যাজলউডের পর স্টার্কও না থাকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসত্রয়ীর একজনও রইলেন না দলে। সব মিলিয়ে পাঁচ পরিবর্তনে টালমাটাল অস্ট্রেলিয়া।

শেষ মুহূর্তে আট দলের চারটিতেই এসেছে পরিবর্তন। ভারতের চূড়ান্ত দলে পরিবর্তন দুটি। সবচেয়ে বড় ধাক্কা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরার ছিটকে যাওয়া। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পাওয়া পিঠের চোট থেকে সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে তার। ততদিনে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে। সবশেষ স্ক্যান রিপোর্টে সুখবর না পেয়ে শেষ মুহূর্তে বুমরাকে বাদ দিতে বাধ্য হয়েছে ভারত।

বাংলাদেশের জন্য অবশ্য খবরটি স্বস্তির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৩১ বছর বয়সি বুমরার জায়গায় আরেক পেসার হর্ষিত রানাকে দলে নিয়েছে ভারত। এছাড়া তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে অফ-স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। চূড়ান্ত দল থেকে বাদ পড়লেও রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় মোহাম্মদ সিরাজ ও শিবম দুবের সঙ্গে আছেন জয়সওয়াল।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল থেকে তিন মূল পেসারের পাশাপাশি নেই মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসও। পাঁচ ক্রিকেটারের বদলি হিসাবে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ইংল্যান্ড ও আফগানিস্তান দলে একটি করে পরিবর্তন। পিঠের চোটে ছিটকে যাওয়া আফগান স্পিনার মোহাম্মদ গজনফরের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক স্পিনার নানগেয়ালিয়া খারোটে। আর চোট পাওয়া জ্যাকব বেথেলের জায়গায় টম ব্যান্টনকে দলে নিয়েছে ইংল্যান্ড।

ট্যাগস :

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে জেরবার বাংলাদেশ বাদে সবাই

আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ নিজেদের খানিকটা ভাগ্যবানই মনে করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানের না থাকাকে বাদ দিলে মোটামুটি পূর্ণ শক্তি নিয়েই দল সাজাতে পেরেছে। বাকি প্রায় সব দলই চোটে জেরবার। চোটের কারণে একাধিক তারকাকে ছাড়াই নামতে হচ্ছে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এই চোটের সিংহভাগ সয়েছেন পেসাররা। যদি আপনি পেস বোলিংয়ের ভক্ত হন, তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার জন্য নয়। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টে দেখা যাবে না বিশ্বের সেরা পেসারদের অধিকাংশকে।

চোটের কারণে আনরিখ নরকিয়া, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা ছিটকে গিয়েছিলেন আগেই। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে আরও দুই ধ্রুবতারার পতন হলো। পিঠের চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরা।

আর ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সেনাপতি মিচেল স্টার্ক। অধিনায়ক কামিন্স ও হ্যাজলউডের পর স্টার্কও না থাকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসত্রয়ীর একজনও রইলেন না দলে। সব মিলিয়ে পাঁচ পরিবর্তনে টালমাটাল অস্ট্রেলিয়া।

শেষ মুহূর্তে আট দলের চারটিতেই এসেছে পরিবর্তন। ভারতের চূড়ান্ত দলে পরিবর্তন দুটি। সবচেয়ে বড় ধাক্কা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরার ছিটকে যাওয়া। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পাওয়া পিঠের চোট থেকে সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে তার। ততদিনে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে। সবশেষ স্ক্যান রিপোর্টে সুখবর না পেয়ে শেষ মুহূর্তে বুমরাকে বাদ দিতে বাধ্য হয়েছে ভারত।

বাংলাদেশের জন্য অবশ্য খবরটি স্বস্তির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৩১ বছর বয়সি বুমরার জায়গায় আরেক পেসার হর্ষিত রানাকে দলে নিয়েছে ভারত। এছাড়া তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে অফ-স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। চূড়ান্ত দল থেকে বাদ পড়লেও রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় মোহাম্মদ সিরাজ ও শিবম দুবের সঙ্গে আছেন জয়সওয়াল।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল থেকে তিন মূল পেসারের পাশাপাশি নেই মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসও। পাঁচ ক্রিকেটারের বদলি হিসাবে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ইংল্যান্ড ও আফগানিস্তান দলে একটি করে পরিবর্তন। পিঠের চোটে ছিটকে যাওয়া আফগান স্পিনার মোহাম্মদ গজনফরের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক স্পিনার নানগেয়ালিয়া খারোটে। আর চোট পাওয়া জ্যাকব বেথেলের জায়গায় টম ব্যান্টনকে দলে নিয়েছে ইংল্যান্ড।