সংবাদ শিরোনাম :
জসিমকে ছাড়াতে থানায় কর্ণেল অলির তদবির

এখনই সময় ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পঠিত
বেনজিরের ক্যাশিয়ার জসীমউদ্দিনকে গতকাল গ্রেফতারের পর সর্বপ্রথম জসিমের জন্য তদবির করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ। থানার ওসিকে ফোন করে জসীমকে ছেড়ে দিতে বলেন,অনৈতিক প্রস্তাবও দেন। এছাড়াও, পরে জসীমকে আদালতে তোলা হলে, জসিমের জামিনের পক্ষে একটি চিঠিও দেয় কর্নেল অলি।
এর আগে ফাঁস হওয়া এক অডিওতে দেখা যায়,জসীমের বিরুদ্ধে জুলাই বিপ্লবের হত্যা মামলার বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায় কর্নেল অলি।
আওয়ামী লীগের দোসর এবং বেনজীরের ক্যাশিয়ার জসীমের দালাল হচ্ছে এই কর্নেল অলি।
জসীমকে সুরক্ষা দেয়ার বিনিময়ে জসীম অলিকে বড় অংকের টাকা দিয়ে মেইন্টেইন করে। স্বৈরাচার পতনের পর অলি নিজেও নানা তদবির ধান্দাবাজিতে জড়িয়ে পড়েছে।