জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।
এতে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। কোভিড-১৯ এর কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্লাটফরম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সিনেটের এ অধিবেশন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হবে। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।