ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাবির সাবেক প্রক্টর আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৯ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘আলমগীর কবীরের দুই গালে, জুতা মারো তালে তালে; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; ফিরোজের দুই গালে, জুতা মারো তালে তালে; মেহেদী ইকবালের দুই গালে, জুতা মারো তালে তালে; ইখতিয়ারের দুই গালে, জুতা মারো তালে তালে; ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে; ফ্যাসিবাদের দালালেরা, হুশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘শিক্ষার্থীদের উপর হামলার মদদদাতা কোনো শিক্ষক যদি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর হবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে হুশিয়ারি করে বলতে চাই, যদি হামলার মদদদাতাদের পুনর্বাসিত করতে চান শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। অভিযুক্ত শিক্ষকরা যদি মবের শিকার হয় এর দায়ভার শিক্ষার্থীরা নেবেনা। আমাদের দাবিকে সাধারণভাবে নেওয়ার কোনো কারণ নাই। প্রয়োজনে হামালার মদদদাতা শিক্ষকদের জুতার মালা গলায় পড়িয়ে ক্যাম্পাস ছাড়া করবো।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের আহতরা এখনো হাসপাতালের বেডে ক্ষত বয়ে বেড়াচ্ছে। আর হামলায় মদদদাতা শিক্ষকরা কিভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি হামলায় মদদদাতা শিক্ষকদের পক্ষ নেয়, তাহলে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।’

এর আগে, গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী।

ট্যাগস :

জাবির সাবেক প্রক্টর আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘আলমগীর কবীরের দুই গালে, জুতা মারো তালে তালে; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; ফিরোজের দুই গালে, জুতা মারো তালে তালে; মেহেদী ইকবালের দুই গালে, জুতা মারো তালে তালে; ইখতিয়ারের দুই গালে, জুতা মারো তালে তালে; ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে; ফ্যাসিবাদের দালালেরা, হুশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘শিক্ষার্থীদের উপর হামলার মদদদাতা কোনো শিক্ষক যদি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর হবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে হুশিয়ারি করে বলতে চাই, যদি হামলার মদদদাতাদের পুনর্বাসিত করতে চান শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। অভিযুক্ত শিক্ষকরা যদি মবের শিকার হয় এর দায়ভার শিক্ষার্থীরা নেবেনা। আমাদের দাবিকে সাধারণভাবে নেওয়ার কোনো কারণ নাই। প্রয়োজনে হামালার মদদদাতা শিক্ষকদের জুতার মালা গলায় পড়িয়ে ক্যাম্পাস ছাড়া করবো।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের আহতরা এখনো হাসপাতালের বেডে ক্ষত বয়ে বেড়াচ্ছে। আর হামলায় মদদদাতা শিক্ষকরা কিভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি হামলায় মদদদাতা শিক্ষকদের পক্ষ নেয়, তাহলে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।’

এর আগে, গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী।