জামায়াতের ওপড় ৫ আগস্ট আল্লাহ করুনা করেছেন– চট্টগ্রামে জামায়াত সেক্রেটারী
- আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৮ বার পঠিত
গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ঘটনা উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মজলুম সংগঠন জামায়াতে ইসলামীসহ গোটা দেশের প্রতি আল্লাহ তাআলা গত ৫ আগস্ট করুণা করেছেন। তিনি বলেন, ‘দেশের সব শ্রেণি–পেশার মানুষের ওপর গত সাড়ে ১৫ বছর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, সেসব থেকে আল্লাহ তাআলা সবাইকে মুক্তি দিয়েছেন। আমাদের বুকের ওপর থেকে ফ্যাসিস্ট আওয়ামী শাসকের জগদ্দল পাথর সরে গিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি।’
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
মিয়া পরওয়ার বলেন, এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে আজীবন লেখা থাকবে।