ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২১ বার পঠিত

জামালপুরের সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, রোববার রাতে ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুলাই আগস্টের ঘটনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: জামালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি মুসা, আলমগীর হোসেন, মতিউর রহমান মুক্তা, সাব্বির রহমান, বাবলা, মিনহাজ মাহফুজ অর্ক।

তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে যুক্ত। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।

ট্যাগস :

জামালপুরে সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

জামালপুরের সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, রোববার রাতে ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুলাই আগস্টের ঘটনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: জামালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি মুসা, আলমগীর হোসেন, মতিউর রহমান মুক্তা, সাব্বির রহমান, বাবলা, মিনহাজ মাহফুজ অর্ক।

তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে যুক্ত। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।